দশম শ্রেণি যোগ্যতায় আশা কর্মী নিয়োগ

272
0
Asha Karmi Recruitment 2024

পশ্চিমবঙ্গ রাজ্যের কালিম্পং জেলার এসডিও অফিসে ১৩টি শূন্যপদে আশা কর্মী নিয়োগ করা হবে। Asha Karmi Recruitment 2024

মেমো নম্বরঃ 1094/SDO/CON.

যোগ্যতাঃ মাধ্যমিক বা সমতুল পাশ। বিবাহিত/ বিবাহ বিচ্ছিন্না/ বিধবা মহিলারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন।

যে গ্রামের শূন্যপদের জন্য আবেদন করবেন সেই গ্রামের বাসিন্দা হতে হবে।

এয়ারফোর্সে অফিসার নিয়োগ

বয়সঃ ৩১ অক্টোবর ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে।

শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মী নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।

এ ফোর মাপের কাগজে পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে

The Member Secretary, ASHA Selection Committee, Office of the Block Development Officer, …… Block (Respective Block), PO……….. Dist,

Kalimpong, West Bengal, PIN ঠিকানায়।

খামের উপরে লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF ASHA FOR ……………… VILLAGE UNDER ……………. HEALTH SUB-CENTRE’

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ২০ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকেল ৪টের মধ্যে। Asha Karmi Recruitment 2024

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

দামোদর ভ্যালি কর্পোরেশনে নিয়োগ