উত্তর ২৪ পরগনায় ৭৮ আশা কর্মী নিয়োগ

1886
0
asha karmi recruitment 2023

উত্তর ২৪ পরগনা জেলায় আমডাঙা , বারাসাত-১, বারাসত-২, হাবড়া-১, হাবড়া-২, দেগঙ্গা, রাজারহাট ব্লকের জন্য আশা কর্মী নিয়োগের (Asha Kormi Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৭৮ টি আশা কর্মী পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি – ৯৭০/SDO (G), তারিখ – ২৮.০৩.২৩।

যোগ্যতা : এই পদে আবেদন করার জন্য –
১) বিবাহিত/পতিবিচ্ছিনা/বিধবা মহিলা হতে হবে।
২) সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে।
৩) মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ন হতে হবে।

বয়সসীমা : ২৮মার্চ, ২০২৩ অনুযায়ী ৩০ থেকে ৪০ বোকার বয়স হতে হবে। সংরক্ষি শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

আবেদন : আগামী ১৩ এপ্রিল, ২০২৩ তারিখের মধ্যে আবেদন পত্র জমা দিতে হবে। আবেদন জমা দিতে হবে আমডাঙা , বারাসাত-১, বারাসত-২, হাবড়া-১, হাবড়া-২, দেগঙ্গা, রাজারহাট ব্লক অফিসে। আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথির নিজের অ্যাটেস্টেড করা কপি দিতে হবে।

আবেদন পত্রের উপর “APPLICATION FOR ENGAGEMENT OF ASHA, name of the Sub Centre Applied for….and name of the village… name of service area ………” লিখে দিতে হবে। আবেদন পত্র অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। ই-মেল/হোয়াটস্যাপ বা অন্য কোনওভাবে জমা দিলে গ্রাহ্য হবে না।

ইন্টারভিয়ের তারিখ ও স্থান পরে জানিয়ে দেওয়া হবে। বিস্তারিত দেখে নেওয়া যাবে  www.http://north24parganas.gov.in/ ওয়েবসাইট থেকে।