Site icon জীবিকা দিশারী

আশাকর্মী নিয়োগ

Asha Worker Recruitment 2023

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সাব-ডিভিশনে ৬০ জন আশাকর্মী (অ্যাক্রিডিয়েটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট) নিয়োগ করা হবে (Asha recruitment)৷

যে সমস্ত ব্লকে নিয়োগ করা হবে সেগুলি হল- রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইটাহার, হেমতাবাদ৷

যোগ্যতা: বিবাহিতা/ বিধবা/ আইনগতভাবে পতিসঙ্গহীনা/ বিবাহ বিচ্ছিন্না মহিলা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন৷ প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে৷

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে, তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে৷ প্রার্থীকে মাধ্যমিক/ সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের ভিত্তিতে অন্তিম পর্বের প্রার্থী বাছাই করা হবে৷

আবেদনের পদ্ধতি: এ-ফোর মাপের কাগজে নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করতে হবে৷ www.uttardinajpur.nic.in ওয়েবসাইটে থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে৷

একজন প্রার্থী একের বেশি আবেদনপত্র জমা করলে আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে৷

পূরণ করা আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণপত্র ও অন্যান্য যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স দিতে হবে৷

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি আগামী ৩১ জানুয়ারি ২০২২ তারিখ বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট বিডিও অফিসে জমা করতে হবে৷

খামের উপরে লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF ASHA FOR….. VILLAGE UNDER ….HEALTH SUB-CENTRE, TO The Member Secretary, ASHA Selection Committee. Office of the Block Development Officer, Block….PO…Dist…PIN…’.

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

Exit mobile version