Site icon জীবিকা দিশারী

এগ্রিকালচারাল সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ড পরিচালিত পরীক্ষার নোটিফিকেশন

ssc exam date 2021

এগ্রিকালচারাল সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ড পরিচালিত ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), এগ্রিকালচারাল রিসার্চ সার্ভিস (এআরএস)

ও সিনিয়র টেকনিক্যাল অফিসার (এসটিও) পরীক্ষার নোটিফিকেশন প্রকাশিত হয়েছে।

আবেদনের ফি: ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টে ১০০০ টাকা, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া প্রার্থীদের ৫০০ টাকা ও তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, মহিলা প্রার্থীদের ২৫০ টাকা।

এগ্রিকালচারাল রিসার্চ সার্ভিস ও সিনিয়র টেকনিক্যাল অফিসারের ক্ষেত্রে ৫০০ টাকা, ওই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া/ ওবিসি প্রার্থীদেরও ৫০০ টাকা,

ওই তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিং/ ইউপিআই পেমেন্টের মাধ্যমে ফি ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: http://www/asrb.org.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৫ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত।

গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইন আবেদন করা যাবে আগামী ৫ এপ্রিল সকাল ১০টা থেকে ২৫ এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত।

কম্পিউটার বেসড প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ২১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত।

এগ্রিকালচারাল রিসার্চ সার্ভিস মেইন পরীক্ষা হবে আগামী ১৯ সেপ্টেম্বর।

নোটিস দেখতে ক্লিক করুন

Exit mobile version