আসাম রাইফেলসে সারাদেশ থেকে ১৩৮০ তরুণ-তরুণী নিয়োগ

3026
0
assam rifles recruitment rally 2023

পশ্চিমবঙ্গের কোটা সহ সারাদেশ থেকে আসাম রাইফেলসে ১৩৮০ জন তরুণ-তরুণীকে নিয়োগ করা হবে (assam rifles recruitment rally 2022)
টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান রিক্রুটমেন্ট র‍্যালির মাধ্যমে ।

র‍্যালি শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। মেমো নম্বর: I.12016/Rect Branch/2022/195.

যোগ্যতা ও বয়সসীমা: ব্রিজ অ্যান্ড রোড: মাধ্যমিক বা সমতুল পাশের পর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে।

ক্লার্ক: উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল। স্কিলটেস্টে থাকবে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে

৩৫ শব্দের গতিতে বা হিন্দিতে ৩০ শব্দের গতিতে টাইপিং স্পিড থাকতে হবে। বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।

রিলিজিয়াস টিচার (শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন): স্নাতক সঙ্গে সংস্কৃতে মধ্যমা বা হিন্দিতে ভুসন। বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।

অপারেটর রেডিও অ্যান্ড লাইন (শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন): ম্যাট্রিকুলেশন পাশ সঙ্গে রেডিও অ্যান্ড টেলিভিশন বা ইলেকট্রনিক্সে দু বছরের আইটিআই।

অথবা ফিজিক্স/ কেমিস্ট্রি/ ম্যাথমেটিক্স সহ দ্বাদশ শ্রেণি পাশ। বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।

ভারতীয় রেলে ৫৬৩৬ অ্যাপ্রেন্টিস নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন

রেডিও মেকানিক (শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন): দশম শ্রেণি পাশ সঙ্গে রেডিও অ্যান্ড টেলিভিশন/ টেকনোলজি/

ইলেক্ট্রনিক্স/ টেলিকমিউনিকেশন/ কম্পিউটার/ ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ডোমেস্টিক অ্যাপ্লিয়েন্সে ডিপ্লোমা।

অথবা ফিজিক্স/ কেমিস্ট্রি/ ম্যাথমেটিক্স সহ দ্বাদশ শ্রেণি পাশ। বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে।

আর্মোরার (শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন): দশম শ্রেণি পাশ। বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন): ইংরেজি,

ম্যাথমেটিক্স, সায়েন্স এবং বায়োলজি সহ দশম শ্রেণি পাশ। হয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে।

নার্সিং অ্যাসিস্ট্যান্ট (শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন): ইংরেজি, ম্যাথমেটিক্স, সায়েন্স, বায়োলজি সহ দশম শ্রেণি পাশ। বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে।

ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট: উচ্চমাধ্যমিকের পর ভেটেরিনারি সায়েন্সে ২ বছরের ডিপ্লোমা ও ১ বছর ভেটেরিনারি ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা।

বয়স হতে হবে ২১-২৩ বছরের মধ্যে।

আয়া (প্যারা মেডিক্যাল), শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন: দশম শ্রেণি পাশ। বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।

ওয়াশারম্যান (শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন): দশম শ্রেণি বা সমতুল পাশ। বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে।

সবক্ষেত্রেই বয়স সম্পূর্ণ হতে হবে ১ আগস্ট ২০২২ তারিখের হিসেবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, ট্রেড টেস্ট (স্কিল টেস্ট), ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট,
মেডিকেল টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ব্রিজ অ্যান্ড রোড পদের ক্ষেত্রে ২০০ টাকা, বাকিদের ক্ষেত্রে ১০০ টাকা।

যে কোনো ব্যাঙ্কে নগদে নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা দিতে হবে, অ্যাকাউন্ট ডিটেলস: SBI Current Account No. 37088046712 in favor of HQ DGAR,

Recruitment Branch, Shillong-10 at SBI Laitkor Branch, IFSC Code: SBIN0013883.

আবেদনের পদ্ধতি: www.assamrifles.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

আবেদন করা যাবে ২০ জুলাই ২০২২ তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত (assam rifles recruitment rally 2022)।

নোটিসটি দেখতে ক্লিক করুন