কোস্টগার্ডে ৫০ অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট

1820
0
Coast Guard Recruitment 2024

ভারতীয় কোস্টগার্ডে ০১/২০২২ ব্যাচে ট্রেনিং দিয়ে ৫০ জন অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট (জেনারেল ডিউটি, টেকনিক্য্যাল- ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল) নিয়োগ করা হবে (assistant commandant coast guard)৷

অনলাইন আবেদন করা যাবে আগামী ৪ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত৷

শূন্যপদ: জেনারেল ডিউটি: ৪০ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ১৩, ওবিসি ৭, ইডব্লুএস ৩)৷

টেকনিক্যাল (ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল): ১০ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪)৷

প্রিলিমিনারি সিলেকশন বোর্ডের পরীক্ষার জন্য ই-অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে আগামী ২০ জুলাই থেকে৷

আবেদনের পদ্ধতি: www.joinindiancoastguard.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ৪ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত৷

শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে আগামী ৪ জুলাই থেকে ওয়েবসাইট থেকে জানা যাবে৷

https://www.joinindiancoastguard.gov.in/pdf/AC_NOTICE_122.pdf লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পাওয়া যাবে (assistant commandant coast guard)৷