কোস্টগার্ডে ৬৫ অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট

1047
0
Coast Guard Recruitment 2024

ভারতীয় কোস্টগার্ডে ০১/২০২৩ ব্যাচে ট্রেনিং দিয়ে ৬৫ জন অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট (জেনারেল ডিউটি, কমার্শিয়াল পাইলট এন্ট্রি (এসএসএ) এবং টেকনিক্য্যাল- মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স) নিয়োগ করা হবে৷ অনলাইন আবেদন করা যাবে ১৮ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে ২৮ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত (Assistant commandant in coast guard)।

যোগ্যতা: জেনারেল ডিউটি: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে যে কোনো শাখায় স্নাতক। উচ্চমাধ্যমিকে ফিজিক্স ও অঙ্ক বিষয়ের প্রতিটিতে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।

কমার্শিয়াল পাইলট এন্ট্রি: ফিজিক্স এবং অঙ্ক বিষয় নিয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকতে হবে।

টেকনিক্যাল (মেকানিক্যাল): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ন্যাভাল আর্কিটেকচার/ মেকানিক্যাল/ মেরিন/ অটোমোটিভ/ মেকাট্রনিক্স/ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন/ মেটালার্জি/ ডিজাইন/ অ্যারোনটিক্যাল/ অ্যারোস্পেসে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। দ্বাদশ শ্রেণি পর্যন্ত ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স বিষয় হিসেবে থাকতে হবে।

টেকনিক্যাল (ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ টেলিকমিউনিকেশন/ ইনস্ট্রুমেন্টেশন/ কন্ট্রোল/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ পাওয়ার ইঞ্জিনিয়ারিং/ পাওয়ার ইলেক্ট্রনিক্সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। দ্বাদশ শ্রেণি স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স বিষয় হিসেবে থাকতে হবে।

আবেদনের পদ্ধতি: https://joinindiancoastguard.cdac.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে ১৮ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে ২৮ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (Assistant commandant in coast guard)।