নিউক্লিয়ার পাওয়ারে ৫৭ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

1936
0
NPCIL Trade Apprentice

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ৫৭ জন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ সি (সেফটি সুপারভাইজার), লিডিং ফায়ারম্যান/ এ, ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ও অ্যাসিস্ট্যান্ট (এইচআর, এফঅ্যান্ডএ, সিঅ্যান্ডএমএম) নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: TMS/HRM/01/2021.

শূন্যপদ: তারাপুর অ্যাটোমিক পাওয়ার স্টেশন ১ও ২: সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ সি (সেফটি সুপারভাইজার): ২ (অসংরক্ষিত), লিডিং ফায়ারম্যান/ এ: ১ (তপশিলি জাতি), ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান-এ: ২ (অসরক্ষিত ১, তপশিলি জাতি ১)।

তারাপুর অ্যাটোমিক পাওয়ার স্টেশন ৩ও৪: সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ সি (সেফটি সুপারভাইজার): ২ (অসংরক্ষিত)।

তারাপুর মহারাষ্ট্র সাইট: অ্যাসিস্ট্যান্ট (এইচআর): ২০, অ্যাসিস্ট্যান্ট (এফঅ্যান্ডএ): ১২, অ্যাসিস্ট্যান্ট (সিঅ্যান্ডএমএম): ৬, স্টেনোগ্রাফার: ১৪ (অসংরক্ষিত ৫, ওবিসি ৪)।

বয়সসীমা: অ্যাসিস্ট্যান্ট (এইচআর, এফঅ্যান্ডএ, সিঅ্যান্ডএমএম) ও স্টেনোগ্রাফার পদে বয়স হতে হবে ২১-২৮ বছরের মধ্যে। লিডিং ফায়ারম্যান পদে ১৮-৩২ বছরের মধ্যে।

ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান পদে ১৮-২৭ বছরের মধ্যে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে ১৮-৩৫ বছর। সবক্ষেত্রেই বয়স সম্পূর্ণ হতে হবে ২৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখের হিসেবে।

যোগ্যতা: সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ সি (সেফটি সুপারভাইজার): ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা বিএসসি। সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে এক বছরের ডিপ্লোমা/ সার্টিফিকেট।

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হওয়ার পর সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৪ বছরের অভিজ্ঞতা।

লিডিং ফায়ারম্যান/ এ: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে কেমিস্ট্রি সহ সায়েন্সে এইচএসসি।

ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে কেমিস্ট্রি সহ সায়েন্সে এইচএসসি সঙ্গে ভারী যান চালানোর বৈধ ড্রাইাভিং লাইসেন্স।

অ্যাসিস্ট্যান্ট (এইচআর): ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে কমার্স বা সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি।

অ্যাসিস্ট্যান্ট (এফঅ্যান্ডএ): ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে কমার্সে ব্যাচেলর ডিগ্রি।

অ্যাসিস্ট্যান্ট (সিঅ্যান্ডএমএম): ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স সহ সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি।

স্টেনোগ্রাফার: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে যে-কোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি। প্রতি মিনিটে ৮০ শব্দের গতিতে ইংরেজিতে স্টেনোগ্রাফি টেস্ট এবং প্রতি মিনিটে ৪০ শব্দের গতিতে ইংরেজিতে টাইপিং। অন্তত ৬ মাস সময়সীমার কম্পিউটারের সার্টিফিকেট কোর্স পাশ করে থাকা চাই।

আবেদনের পদ্ধতি: www.npcilcareers.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২৯ জানুয়ারি সকাল ১০টা থেকে ২৩ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত।

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল