অ্যাসিঃ টিচার নিয়োগ

981
0
Assistant Teacher Recruitment

রাজনগর ইউনিয়ন হাই স্কুলে ম্যাটারনিটি লিভ ভ্যাকান্সিতে আংশিক সময়ের জন্য বাংলা বিষয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। চুক্তির মেয়াদ ২ আগস্ট ২০২২ থেকে ২৮ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত। যোগ্যতা: মাস্টার ডিগ্রি সঙ্গে বিএড থাকতে হবে। কেবলমাত্র অসংরক্ষিত শ্রেণির প্রার্থীরা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বায়োডেটা সহ ১০ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে To the Headmaster, Rajnagar Union High School, Rajnagar, Chetua Rajnagar, Daspur Paschim Medinipur, Pin- 721211 ঠিকানায়।

এছাড়াও ঝাড়গ্রামের দুধিয়া জুনিয়র হাই স্কুলে ম্যাটারনিটি লিভ ভ্যাকান্সিতে ইংরেজি বিষয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। ইংরেজি বিষয়ে পাশ বিএড তপশিলি জাতি প্রার্থীরা আবেদন করতে পারবেন। ওয়াক-ইন-ইন্টারভিউ হবে আগামী ৬ সেপ্টেম্বর ২০২২ তারিখের বেলা ১০.৩০ মিনিটে। ইন্টারভিউয়ের দিন যাবতীয় প্রমাণপত্রাদির মূল এবং তিন সেট জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে। ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা: Dudhia Junior High School, Vill- Dudhiasole, PO Jhatiara, Dist- Jhargram, Pin- 721506.