১০৮১১ অডিটর ও অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ প্রক্রিয়া কেমন হবে

3387
0

`অফিস অব দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়ায়’ ১০৮১১ জন অঢিটর/ অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ কীভাবে হবে সেই নিয়মকানুন তৈরির প্রক্রিয়া শুর করা হল।

যাঁদের পরামর্শ ও মতামত চাওয়া হয়েছে সেই সংশ্লিষ্ট পক্ষগুলিকে নির্দিষ্ট বয়ানে কমেন্ট লিখে স্পিড পোস্টে

আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে Shri V S Venkatanathan, Asstt. C@AG (N), O/o the C&AG of India, 9, Deen Dayal Upadhyay Marg, New Delhi 110124 ঠিকানায়  পাঠাতে বলা হয়েছে।

শূন্যপদ: অডিটর: ৬৪০৯ (পশ্চিমবঙ্গ ৪৩০, অন্ধ্রপ্রদেশ ১৪৪, অরুণাচল প্রদেশ ২৯, অসম ১০৬, বিহার ১৮০, ছত্তিশগড় ১৩৯, দিল্লি ৫১৩, গোয়া ২৯, গুজরাট ২২৫, হরিয়ানা ১১৭, হিমাচল প্রদেশ ৯৭, জম্মু ও কাশ্মীর ১৩২, ঝাড়খণ্ড ১২৫, কর্নাটক ২৪২, কেরালা ২০৮, মধ্যপ্রদেশ ২৫১, মহারাষ্ট্র ২৭৭, মণিপুর ২৭, মেঘালয় ২৬, মিজোরাম ২০, নাগাল্যান্ড ২৩, ওড়িশা ১৭৯, পাঞ্জাব ২০৮, রাজস্থান ২৩৪, সিকিম ১৬, তামিলনাড়ু ২০৬, তেলেঙ্গানা ২২০, ত্রিপুরা ৩৪, উত্তরাখণ্ড ৭০, উত্তরপ্রদেশ ২৮৯, কমার্শিয়াল অডিট অফিস ৪৮৬,

রেলওয়ে অডিট অফিস ৪২৭, ডিফেন্স অডিট অফিস ২৫৫, পিঅ্যান্ডটি অডিট অফিস ৩০৩, রিজিওনাল ট্রেনিং ইনস্টিটিউট ৪২)।

অ্যাকাউন্ট্যান্টস: ৪৪০২ (পশ্চিমবঙ্গ ২২৮, অন্ধ্রপ্রদেশ ১২০, অরুণাচল প্রদেশ ২৪, অসম ১৮০, বিহার ১৭৪, ছত্তিশগড় ১০২, গুজরাট ১৮০, হরিয়ানা ১৩৭,

হিমাচল প্রদেশ ১২০, জম্মু ও কাশ্মীর ১৫০, ঝাড়খণ্ড ১০৮, কর্নাটক ২৪৬, কেরালা ৩৮৪, মধ্যপ্রদেশ ২৬৯, মহারাষ্ট্র ৩৩৬, মণিপুর ৬০, মেঘালয় ৫৪, মিজোরাম ৩৬, নাগাল্যান্ড ৩০, ওডিড়শা ২৪০, পাঞ্জাব ১৬৮, রাজস্থান ১৪৪, সিকিম ১৮, তামিলনাড়ু ২৮৮, তেলেঙ্গানা ১৩২, ত্রিপুরা ৫৪, উত্তরাখণ্ড ৯০, উত্তরপ্রদেশ ৩৩০)।

বয়সসীমা: বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি এবং যে রাজ্যের শূন্যপদের জন্য আবেদন করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।

নিয়োগ হলে প্রথমে দু বছরের প্রবেশন পিরিয়ড থাকবে।

বেতনক্রম: লেভেল ৫ অনুযায়ী ২৯২০০-৯২৩০০ টাকা।

https://cag.gov.in/en ওয়েবসাইট থেকে নোটিসটি দেখতে পাওয়া যাবে।

সংশ্লিষ্ট পক্ষগুলির মতামত ও পরামর্শ পাবার পর তার ভিত্তিতে পুরো নিয়োগ প্রক্রিয়া শুরু হব বিজ্ঞপ্তি দিয়ে আবেদনপত্র আহ্বানের মাধ্যমে।

আমরাও যথাসময়ে বিস্তারিত খবর প্রকাশ করব। তার আগে কোথাও কোনো আবেদনের সুযোগ নেই।

 

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখতে ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল