বিএড কোর্সে ভর্তি

712
0
B.Ed course admission

ঝাড়গ্রামের সেবায়াতন শিক্ষণ মহাবিদ্যালয়ে ২০২২-২৪ শিক্ষাবর্ষে বিএড এবং এমএ (এডুকেশনে) ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে (B.Ed course admission)।

আবেদন করা যাবে ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত। বিএডের ক্ষেত্রে কোর্স ফি ২০০০০ টাকা এবং এম (এডুকেশন)-এর ক্ষেত্রে কোর্স ফি ১০০০০ টাকা।

https://ssmahavidyalaya.ac.in ওয়েবসাইটে গিয়ে অ্নলাইন আবেদন করতে হবে। ভর্তির জন্য যোগ্যতা, বয়স, কোর্স ফি-র বিস্তারিত বিবরণ ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য আগামী ১ সেপ্টেম্বর থেকে উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে ((B.Ed course admission)।