রাজ্যে অষ্টম শ্রেণি যোগ্যতায় বনসহায়ক

3622
0
Bana Sahayak Recruitment 2023

পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগে চুক্তির ভিত্তিতে বনসহায়ক পদে ২০০০ নিয়োগ করা হবে। Bana Sahayak Recruitment 2023

এই মুহূর্তে এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে, পরবর্তীকালে প্রয়োজন হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

সাহিত্য অ্যাকাডেমিতে কর্মী নিয়োগ

পারিশ্রমিক: প্রতি মাসে ১০০০০ টাকা।

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন।

বয়স: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বাঁকুড়ায় আশা কর্মী নিয়োগ

আবেদনের পদ্ধতি: আবেদন করতে নির্দিষ্ট বয়ানে। https://www.westbengalforest.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

আবেদনের শেষ দিন ২৫ মে ২০২৩। পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স আবেদনকারীর বাসস্থান অনুসারে নিম্নে উল্লেখিত তালিকাভুক্ত মুখ্য বনপালের কাছে পাঠাতে হবে।

 

বসবাসকারীর জেলা আবেদন করুন
বীরভূম  

মুখ্য বনপাল, দক্ষিণ-পূর্ব

পশ্চিম বর্ধমান
পূর্ব বর্ধমান
হুগলী  

মুখ্য বনপাল, সংরক্ষণ ও প্রসারণ

হাওড়া
কলকাতা
দক্ষিণ ২৪ পরগণা  

মুখ্য বনপাল ও ক্ষেত্র অধিকর্তা, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প

উত্তর ২৪ পরগণা
নদীয়া
মুর্শিদাবাদ
মালদহ  

মুখ্য বনপাল, বন্যপ্রাণ (উত্তর)

উত্তর দিনাজপুর
দক্ষিণ দিনাজপুর
বাঁকুড়া মুখ্য বনপাল, দক্ষিণ-পশ্চিম
পুরুলিয়া
পূর্ব মেদিনীপুর  

মুখ্য বনপাল, পশ্চিম চক্র

পশ্চিম মেদিনীপুর
ঝাড়গ্রাম
আলিপুরদুয়ার মুখ্য বনপাল ও ক্ষেত্র অধিকর্তা, বক্সা ব্যাঘ্র প্রকল্প
জলপাইগুড়ি  

মুখ্য বনপাল, উত্তর চক্র

কুচবিহার
দার্জিলিং  

মুখ্য বনপাল, পার্বত্য অঞ্চল

কালিম্পং

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

আবেদনপত্র ডাউনলোড করতে ক্লিক করুন

 

 

আর্মি, এয়ার ফোর্স, নেভিতে ৩৪৯ নিয়োগ