টাঁকশালে সুপারভাইজার, অ্যাসিঃ নিয়োগ

1584
0
Bank Note Press Recruitment

সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের অধীন দ্য ব্যাঙ্ক নোট প্রেসে (দিওয়াস, মধ্যপ্রদেশ) Bank Note Press Recruitment

১১১টি শূন্যপদে সুপারভাইজার (প্রিন্টিং, কন্ট্রোল, ইনফরমেশন টেকনোলজি), জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিশিয়ান নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর: BNP/HR/Rectt./03/2023.

বেতন: সুপারভাইজার পদে ২৭৬০০-৯৫৯১০ টাকা। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদে ২১৫৪০-৭৭১৬০ টাকা।

জুনিয়র টেকনিশিয়ান পদে ১৮৭৮০-৬৭৩৯০ টাকা।

যোগ্যতা: সুপারভাইজার (প্রিন্টিং): ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন প্রিন্টিং টেকনোলজি/ ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট ট্রেডে বিই/ বিটেক।

সুপারভাইজার (কন্ট্রোল): প্রিন্টিং/ মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ ইনফরমেশন টেকনালজি/

কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট ট্রেডে বিকেট/ বিই/ বিএসসি ইঞ্জিনিয়ারিং।

কলকাতার সাহা ইনস্টিটিউটে ক্লার্ক, ইঞ্জিনিয়ার নিয়োগ

সুপারভাইজার (ইনফরমেশন টেকনোলজি): ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/

কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট ট্রেডে বিটেক/ বিই/ বিএসসি ইঞ্জিনিয়ারিং।

জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতক, কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।

কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৪০ শব্দের গতিতে অথবা হিন্দিতে প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপিং জানতে হবে।

জুনিয়র টেকনিশিয়ান (প্রিন্টিং, কন্ট্রোল, কেমিক্যাল প্ল্যান্ট/ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট/ মেশিনিস্ট/ মেশিনিস্ট গ্রাইন্ডার/

ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেকানিক্যাল/ এয়ার কন্ডিশনিং, ইলেক্ট্রিক্যাল/ ইনফরমেশন টেকনালজি, সিভিল/ এনভায়রনমেন্ট): এনসিভিটি/ এসসিভিটি

স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে পূর্ণ সময়ের আইটিআই অথবা সংশ্লিষ্ট ট্রেডে পূর্ণ সময়ের ডিপ্লোমা।

সবক্ষেত্রেই কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে থাকতে হবে।

বয়সসীমা: সুপারভাইজার পদে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদে বয়স হতে হবে ১৮-২৮ বছরের মধ্যে।

জুনিয়র টেকনিশিয়ান পদে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।

সবক্ষেত্রেই ২১ আগস্ট ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ৬০০ টাকা (আবেদনের ফি+ইন্টিমেশন চার্জ) সঙ্গে জিএসটি।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না, শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ ২০০ টাকা দিতে হবে।

ডেবিট কার্ড (রুপে/ ভিসা/ মাস্টার কার্ড/ ম্যাস্ট্রো), ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/ মোবাইল ওয়ালেটের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

পিএসসির মাধ্যমে রাজ্যের কৃষি দপ্তরে নিয়োগ

আবেদনের পদ্ধতি: https://bnpdewas.spmcil.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে যাবতীয় প্রমাণপত্রাদি স্ক্যান করে রাখতে হবে। Bank Note Press Recruitment

অনলাইন আবেদনের সময় নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২১ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন