বরোদা ব্যাঙ্কে স্পেশ্যালিস্ট অফিসার

schedule
2022-06-24 | 09:26h
update
2022-06-24 | 09:40h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

ব্যাঙ্ক অব বরোদায় ৩২৫ জন স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ করা হবে। অনলাইন আবেদন করা যাবে ১২ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত (bank of baroda specialist officer)।

Advertisement

যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল- রিলেশনশিপ ম্যানেজার (সিনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল-ফোর),

কর্পোরেট অ্যান্ড ইনস্ট্যান্ট ক্রেডিট (মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল থ্রি), ক্রেডিট অ্যানালিস্ট (মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল থ্রি),

কর্পোরেট অ্যান্ড ইনস্ট্যান্ট ক্রেডিট (মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল টু)।

যোগ্যতা: রিলেশনশিপ ম্যানেজার/ কর্পোরেট অ্যান্ড ইনস্ট্যান্ট ক্রেডিট: যে কোনো শাখায় স্নাতক এবং ফিনান্সে স্পেশ্যালাইজেশন সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা।

রিলেশনশিপ ম্যানেজারের ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা এবং অন্য ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ক্রেডিট অ্যানালিস্ট: যে কোনো শাখায় স্নাতক সঙ্গে ফিনান্সে স্পেশ্যালাইজেশন সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা সিএ/ সিএমএ/ সিএস/ সিএফএ।

ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কর্পোরেট অ্যান্ড ইনস্ট্যান্ট ক্রেডিট (এমএমএস/ এস টু): যে কোনো শাখায় স্নাতক এবং সিএ।

বয়সসীমা: সিনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ফোরের ক্ষেত্রে বয়স হতে হবে ৩৫-৪২ বছরের মধ্যে,

মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল থ্রি পদে বয়স হতে হবে ২৮-৩৫ বছরের মধ্যে,

মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল টু পদে বয়স হহতে হবে ২৫-৩০ বছরের মধ্যে।

সবক্ষেত্রেই ১ জুন ২০২২ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

অনলাইন পরীক্ষায় থাকবে রিজনিং (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর),

প্রফেশনাল নলেজ (৭৫টি প্রশ্ন, ১৫০টি প্রশ্ন)। অনলাইন পরীক্ষায় পাশ করলে পার্সোনাল ইন্টারভিউ।

আবেদনের ফি: ৬০০ টাকা সঙ্গে ট্যাক্স ও পেমেন্ট গেটওয়ে চার্জ।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ১০০ টাকা সঙ্গে ট্যাক্স ও পেমেন্ট গেটওয়ে চার্জ।

ডেবিট কার্ড (রুপে/ ভিসা/ মাস্টার কার্ড/ ম্যাস্ট্রো), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ইউপিআইয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

অনলাইন ট্র্যানজ্যাকশন হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

আবেদনের পদ্ধতি: www.bankofbaroda.co.in অথবা https://www.bankofbaroda.in/career ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১২ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত (bank of baroda specialist officer)।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.04.2024 - 00:44:04
Privacy-Data & cookie usage: