বাঁকুড়া আদালতে গ্রুপ-ডি ও ক্লার্ক, স্টেনো, প্রসেস সার্ভার নিয়োগ পরীক্ষা

819
0
Folafal Final Pic

বাঁকুড়া জেলা আদালতে ১৪-০৫-২০১৮-র বিজ্ঞপ্তি (নং ০১) অনুসারে যাঁরা বিভিন্ন পদের জন্য আবেদন করেছেন তাঁদের লিখিত পরীক্ষা হবে আগামী ২০ জানুয়ারি। গ্রুপ-ডির পরীক্ষা হবে বেলা সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা ও প্রসেস সার্ভার, এলডিসি, ইংলিশ স্টেনোগ্রাফার পদের পরীক্ষা হবে ২টো থেকে ৪টে পর্যন্ত।

অ্যাডমিট কার্ড জেলা আদালতের ওয়েবসাইটের লিঙ্কে ডাউনলোড করে নিতে হবে ৫ জানুয়ারি থেকে।

এই বিষয়ে বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/1861