বাঁকুড়া আদালতে এলডিসি, প্রসেস সার্ভার ও গ্রুপ-ডি ইন্টারভিউ

2609
0

বাঁকুড়া জেলা আদালতে এলডিসি, প্রসেস সার্ভার ও গ্রুপ-ডি কর্মী নিয়োগের পার্সোন্যালিটি টেস্টের জন্য নির্বাচিত প্রার্থীদের কার কবে পার্সোন্যালিটি টেস্ট তা জানানো হয়েছে। জেলা জজের আদালতে এলডিসি পদের জন্য হবে আগামী ৩ জানুয়ারি বেলা সাড়ে এগারোটায়, প্রসেস সার্ভার পদের জন্য ওইদিনই বেলা আড়াইটায়, গ্রুপ-ডি পদের জন্য ৪ জানুয়ারি বেলা সাড়ে এগারোটায় ও আড়াইটায় এবং ৫ তারিখে বেলা সাড়ে এগারোটায়। টেস্টের দিন সঙ্গে যাবতীয় প্রাসঙ্গিক প্রমাণপত্রের মূল ও একসেট স্বপ্রত্যয়িত জেরক্স আর অ্যাডমিট কার্ডের নিচের অংশ নিয়ে যেতে হবে। কাদের কবে টেস্ট তার তালিকা সহ বিজ্ঞপ্তিটি (Employment Notification No.15dated, Bankura 26thDecember, 2020) দেখা যাবে এই লিঙ্কে:

https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/3590 এবং

https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/3589

 

Bankura District Court, District Court Recruitment