উচ্চমাধ্যমিক যোগ্যতায় চাকরি, বেতন ২২০০০

schedule
2023-06-03 | 09:06h
update
2023-06-03 | 09:06h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

বাঁকুড়া জেলার সরকার পোষিত গ্রামীণ গ্রন্থাগারে লাইব্রেরিয়ান পদে ৩০টি শূন্যপদে নিয়োগ করা হবে। Bankura Recruitment

মেমো নম্বর: 268/LSB/2023.

যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে পাশ সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং বাংলা ভাষার জ্ঞান থাকতে হবে।

বয়স: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

Advertisement

ইউপিএসসির পরীক্ষার অ্যাডমিট কার্ডAMP

বেতন: পে লেভেল ৬ অনুযায়ী ২২৭০০-৫৮৫০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ এবং নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষার সম্ভাব্য সময় জুলাই মাসের শেষ সপ্তাহ।

কল্যাণী এইমসে সিনিয়র রেসিডেন্টAMP

আবেদনের পদ্ধতি: www.bankura.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থী বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৫ জুন ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত।

গ্রামীণ ব্যাঙ্কে অফিসার, অ্যাসিঃ নিয়োগAMP

কোনো আবেদনের ফি দিতে হবে না। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড) ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স স্ক্যান করে

অনলাইন আবেদনরে সময় ওয়েবসাইটে আপলোড করতে হবে জেপিজি/ জেপেগ ফরম্যাটে।

অনলাইন আবেদনপত্র পূরণ করে সাবমিট করলে একটি ইুনিক রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যাবে, নম্বরটি নোট করে রেখে দিতে হবে।

ইন্টারভিউয়ের সময় যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ও অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন

 

নোটিসটি ডাউনলোড করতে ক্লিক করুন

 

 

Bankura Recruitment

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.04.2024 - 21:57:31
Privacy-Data & cookie usage: