কিংবদন্তি শিল্পী বাপ্পি লাহিড়ী একনজরে

798
0
Bappi Lahiri

  • ১৯৫২ সালে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় ২৭ নভেম্বর জন্মগ্রহণ করেন। ভারতীয় সংগীত জগতে তিনি বাপী লাহিড়ী (Bappi Lahiri) নাম জনপ্রিয় হলেও তাঁর আসল নাম ‘অলোকেশ লাহিড়ী’ ..
  • ১৯৭৩ সালে নানহা শিকারী সিনেমা থেকে তাঁর সিনেমায় প্লে ব্যাকের কাজ শুরু হয়। ৭০, ৮০ এবং ৯০ শতকের অজস্র বাংলা, হিন্দি, মালালায়লাম, তামিল, তেলেগু সিনেমায় তাঁর নিজের কণ্ঠের গান এবং তাঁর পরিচালনায় বিশিষ্ট গায়ক-গায়িকাদের অজস্র জনপ্রিয় গান রয়েছে।
  • গান গাওয়া এবং সুর সৃষ্টির পাশাপাশি তবলা, পিয়ানো, ড্রামস, গিটার, স্যাক্সোফোন, ঢোলকের মতো একাধিক বাদ্যযন্ত্র বাজানোতে পারদর্শী ছিলেন তিনি।
  • ভারতীয় সিনেমার গানে সিন্থেসাইজড ডিস্কো গানের প্রচলন করেন তিনি।  অসংখ্য হিন্দী ডিস্কো গানের চূড়ান্ত জনপ্রিয়তা তাঁকে উন্নতির শিখরে পৌঁছে দেয়..
  • ১৯৮৫ সালে ‘শরাবী’ সিনেমার জন্য তিনি ফিল্ম ফেয়ার শ্রেষ্ঠ সুরকার পুরস্কার পান। ২০১৮ সালে তিনি ফিল্ম ফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট  পুরস্কারে ভূষিত হন।