উচ্চমাধ্যমিক যোগ্যতায় কাজের সুযোগ

774
0
Baranagar Anganwadi Recruitment

বরানগর সুসংহত শিশু বিকাশ প্রকল্পে ১৬টি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। Baranagar Anganwadi Recruitment

অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা স্বরূপ ৪৫০০ টাকা

এবং অতিরিক্ত সাম্মানিক ভাতা হিসেবে ৪৫০০ টাকা দেওয়া হবে। কেবলমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ।

রাজ্যে অষ্টম শ্রেণি যোগ্যতায় কাজের সুযোগ

বয়সঃ ১ জুলাই ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে (জন্মতারিখ ১ জুলাই ১৯৮৯ থেকে ১ জুলাই ২০০৬ তারিখের মধ্যে)।

উত্তর ২৪ পরগণায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ http://64.227.165.145/phase2/ লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

আবেদন করা যাবে ২৫ অগস্ট ২০২৪ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। Baranagar Anganwadi Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন