Site icon জীবিকা দিশারী

ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে ১৬ মেডিক্যাল অফিসার, নার্স নিয়োগ


ডিফেন্স মিনিস্ট্রির অধীন ক্যান্টনমেন্ট বোর্ড ব্যারাকপুরে ১৬ জন ডিউটি (barrackpore cantonment board) মেডিক্যাল অফিসার, নার্সিং স্টাফ ও জেনারেল ডিউটি অ্যাটেন্ড্যান্ট নিয়োগ করবে ৬ মাসের চুক্তির ভিত্তিতে৷

শূন্যপদ: ডিউটি মেডিক্যাল অফিসার: ৪, নার্সিং স্টাফ: ২, জেনারেল ডিউটি অ্যাটেন্ড্যান্ট: ১০৷

যোগ্যতা: ডিউটি  মেডিক্যাল অফিসার: এমবিবিএস সঙ্গে দু বছরের অভিজ্ঞতা ও মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে৷

নার্সিং স্টাফ: বিএসসি নার্সিং/ জেনারেল নার্সিং মিডওয়াইফারি সঙ্গে নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে৷

জেনারেল ডিউটি অ্যাটেন্ড্যান্ট: মাধ্যমিক সঙ্গে কোনো স্বীকৃত ইনস্টিটিউট/ রেড ক্রস সোসাইটি থেকে ট্রেনিং৷

পারিশ্রমিক: ডিউটি  মেডিক্যাল অফিসার পদে প্রতি মাসে ৫০০০০ টাকা, নার্সিং স্টাফ পদে প্রতি মাসে ১৮০০০ টাকা ও জেনারেল ডিউটি অ্যাটেন্ড্যান্ট পদে ৯৪০৯ টাকা৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে৷

ওয়াক-ইন-ইন্টারভিউ হবে আগামী ২৮ মে সকাল ১১টা থেকে৷ ঠিকানা: Cantonment Board, Barrackpore, Kolkata 700120.

ইন্টারভিউয়ের দিন যাবতীয় প্রমাণপত্রাদির বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও প্রত্যয়িত জেরক্স নিয়ে যেতে হবে৷

নোটিসটি দেখতে ক্লিক করুন

পারিশ্রমিক সংক্রান্ত সংশোধনী নোটিস দেখতে ক্লিক করুন

Exit mobile version