ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিংয়ে ৯৯ হ্যান্ডিম্যান, সুপারভাইজার

1705
0
BECIL Recruitment

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেডে ৯৯ জন হ্যান্ডিম্যান/ লোডার, সুপারভাইসার ও সিনিয়র সুপারভাইজার নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: ৭২৷

যোগ্যতা ও বয়স: হ্যান্ডিম্যান/ লোডার: অষ্টম শ্রেণি পাশ, স্থানীয় ভাষা এবং হিন্দিতে কথা বলতে জানতে হবে৷

কার্গো হ্যান্ডেলিংয়ে এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার৷

সুপারভাইজার: যে-কোনো শাখায় স্নাতক এবং কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে৷ কার্গো ইন্ডাস্ট্রিতে এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার৷

সিনিয়র সুপারভাইজার: যে-কোনো শাখায় স্নাতক এবং কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে৷ কার্গো ইন্ডাস্ট্রিতে দু বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার৷

আবেদনের পদ্ধতি: www.becil.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে ৮ আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত৷

নোটিসটি দেখতে ক্লিক করুন