বেসিলের মাধ্যমে ১০৩ লোডার, ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ

2330
0
data entry job

এএআই কার্গো লজিস্টিক অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস কোম্পানি লিমিটেডে ১০৩ জন ডেটা এন্ট্রি অপারেটর, হ্যান্ডিম্যান/ লোডার, সুপারভাইজার ও সিনিয়র সুপারভাইজার নিয়োগ করা হবে (Becil recruitment 2021)।

বিজ্ঞপ্তি নম্বর: ৮১। প্রার্থী বাছাই করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)।

যোগ্যতা: হ্যান্ডিম্যান/ লোডার পদে অষ্টম শ্রেণি পাশ হতে হবে এবং ইংরেজি পড়তে জানতে হবে ও হিন্দি এবং স্থানীয় ভাষায় কথা বলতে জানতে হবে।

ডেটা এন্ট্রি অপারেটর, সুপারভাইজার ও সিনিয়র সুপারভাইজার পদে স্নাতক যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কম্পিউটার বেসিক জ্ঞান বাঞ্ছনীয়।

এভিয়েশন/ কার্গো ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।

বয়স: ডেটা এন্ট্রি অপারেটর ও সুপারভাইজার পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। সিনিয়র সুপারভাইজার পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর এবং হ্যান্ডিম্যান/ লোডার পদে বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের চাকরির খবর দেখতে ক্লিক করুন

আবেদনের ফি: ৭৫০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৪৫০ টাকা। অনলাইন আবেদনের ফি দেওয়া যাবে।

একের বেশি পদের জন্য আবেদন করতে চাইলে আলাদা করে আবেদনের ফি দিতে হবে।

আবেদনের পদ্ধতি: www.becil.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। আবেদন করা যাবে ৭ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত (Becil recruitment 2021)।

নোটিসটি দেখতে ক্লিক করুন