এইমসে নার্সিং অফিসার নিয়োগ

145
0

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সস নিউ দিল্লিতে ১০০টি শূন্যপদে নার্সিং অফিসার নিয়োগ করা হবে। BECIL Recruitment 2024

প্রার্থী বাছাই করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড। ভ্যাকান্সি অ্যাডভারটাইডমেন্ট নম্বরঃ ৪৮২।

যোগ্যতাঃ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) নার্সিং/ বিএসিস নার্সিং।

স্টেট/ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে নার্স অ্যান্ড মিডওয়াইফারি হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে।

বয়সঃ বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

পারিশ্রমিকঃ প্রতি মাসে ২৮০০০ টাকা।

কলকাতার ট্রপিক্যাল মেডিসিনে কর্মী নিয়োগ

আবেদনের ফিঃ ৫৯০ টাকা তপশিলি জাতি/ উপজাতি, প্রাক্তন সেনাকর্মী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ২৯৫ টাকা।

ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে। ডিমান্ড ড্রাফট কাটতে হবে ‘’Broadcast Engineering Consultants India Ltd, Noida – এর অনুকূলে।

রেলে এনটিপিসি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে

Broadcast Engineering Consultants India Limited (BECIL), BECIL BHAWAN, C-56/A-17, Sector-62, Noida- 201307 (UP) ঠিকানায়।

সিআইএসএফে কনস্টেবল নিয়োগ

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে।  BECIL Recruitment 2024

 

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ও নোটিসটি দেখতে ক্লিক করুন