বেসিলে উচ্চমাধ্যমিক, স্নাতক যোগ্যতায় অফিস অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর ৩৭৮

2874
0
BECIL Recruitment

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কন্সাল্ট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের (BECIL Recruitment) জন্য একাধিক অফিস অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর – BECIL/HR/DDA/Advt ২০২২/১৩১।  মূলত দিল্লির অফিসে নিয়োগের জন্য আহ্বান করা হয়েছে।

শূন্যপদ: অফিস অ্যাসিস্ট্যান্ট ২০০ টি পদ, ডেটা এন্ট্রি অপারেটর ১৭৮ টি পদ রয়েছে।

যোগ্যতা:

অফিস অ্যাসিস্ট্যান্ট – স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক যোগ্যতা লাগবে। বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে।

আরো খবর : কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে নিয়োগ

ডেটা এন্ট্রি অপারেটর – স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল উত্তীর্ন হতে হবে উত্তীর্ন হতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। এছাড়া ইংলিশে ৩৫ টি শব্দ ও হিন্দিতে ৩০ টি শব্দ টাইপিং স্পিড থাকতে হবে।

আবেদন : যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার সময় নিজের ছবি, স্বাক্ষর এবং অন্যান্য প্রয়োজনীয় নথির স্ক্যান কপি আপলোড করতে হবে। অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে। http://www.becil.com/  ওয়েবসাইটে গিয়ে “Carrer” অপশন থেকে অনলাইনে আবেদন করার লিংকটি পাওয়া যাবে।

আবেদনের জন্য লিঙ্ক : ক্লিক করুন এখানে

বিজ্ঞপ্তির লিঙ্ক : ক্লিক করুন এখানে