বেসিলে ১৫০০ তরুণ-তরুণীকে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং

schedule
2020-10-07 | 09:48h
update
2020-10-07 | 09:57h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

কেন্দ্রীয় সরকারের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর মাধ্যমে চুক্তির ভিত্তিতে প্রায় ১৫০০ তরুণ-তরুণীকে দক্ষ ও অদক্ষ ‘জব ওরিয়েন্টেড স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম’-এ ট্রেনিং দেওয়া হবে কর্মজগতের চাহিদার উপযোগী করে তোলার উদ্দেশ্যে। এটি কোনো নিয়োগ নয়। বিজ্ঞপ্তি নম্বর: BECIL/Job-Training/Advt.2020/04.
ট্রেনিং প্রোগ্রামের নাম, স্থান, যোগ্যতা, ট্রেনিংয়ের সময়সীমা, স্টাইপেন্ড ও কোর্স ফি: ১) বেসিক কনসেপ্টস সঙ্গে পার্সোনাল প্রোটেক্টিভ যন্ত্রে ব্যবহার। স্থান– জুনপুর, বস্তি, মিরাট, বুলন্দশহর, নয়ডা। ইলেক্ট্রিক্যাল/ ওয়্যারম্যান ট্রেডে আইটিআই সার্টিফিকেট (এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত) অথবা ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর টেকনিক্যাল ডিগ্রি/ ডিপ্লোমা। ইলেক্ট্রিক্যালে অন্তত দু বছরের অভিজ্ঞতা থাকা চাই। ট্রেনিংয়ের সময়সীমা সাত দিন, স্টাইপেন্ড নেই। কোর্স ফি ৬০০০ টাকা।
২) ইলেক্ট্রিক্যাল যন্ত্রপাতির বেসিক জ্ঞান, ৩৩/১১ কেভি সাবস্টেশন ও সেফটি মেজার। স্থান– জুনপুর, বস্তি, মিরাট, বুলন্দশহর, নয়ডা। ইলেক্ট্রিক্যাল/ ওয়্যারম্যান ট্রেডে আইটিআই সার্টিফিকেট (এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত) অথবা ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর টেকনিক্যাল ডিগ্রি/ ডিপ্লোমা। সঙ্গে ইলেক্ট্রিক্যালে অন্তত দু বছরের অভিজ্ঞতা। ট্রেনিংয়ের সময়সীমা ১৫ দিন, স্টাইপেন্ড নেই। কোর্স ফি ১১০০০ টাকা।
৩) ইলেক্ট্রিক্যাল যন্ত্রপাতির বেসিক জ্ঞান, ৩৩/১১ কেভি সাবস্টেশন এবং পার্সোনাল প্রোটেক্টিভ যন্ত্রপাতির ব্যবহার (সেফটি মেজার)। স্থান– জুনপুর, বস্তি, মিরাট, বুলন্দশহর, নয়ডা। ইলেক্ট্রিক্যাল/ ওয়্যারম্যান ট্রেডে আইটিআই সার্টিফিকেট (এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত) অথবা ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর টেকনিক্যাল ডিগ্রি/ ডিপ্লোমা, সঙ্গে ইলেক্ট্রিক্যালে অন্তত দু বছরের অভিজ্ঞতা। ট্রেনিংয়ের সময়সীমা ৩০ দিন, নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। কোর্স ফি ১৫০০০ টাকা।
৪) ইলেক্ট্রিক্যাল যন্ত্রপাতির বেসিক জ্ঞান, ৩৩/১১ কেভি সাবস্টেশন এবং পার্সোনাল প্রোটেক্টিভ যন্ত্রপাতির ব্যবহার (সেফটি মেজার)। স্থান– জুনপুর, বস্তি, মিরাট, বুলন্দশহর, নয়ডা। অষ্টম শ্রেণি পাশ সঙ্গে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ইলেক্ট্রিক্যাল সিস্টেমে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। ট্রেনিংয়ের সময়সীমা ৩০ দিন, নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। কোর্স ফি ১৫০০০ টাকা।
প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। ৯০ শতাংশ নম্বর প্রাপ্তদের ফ্রি ট্রেনিং। ৮০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকলে ট্রেনিং কোর্স ফি ৬০০০ টাকা। ৬০ শতাংশ নম্বরের ক্ষেত্রে ১১০০০ টাকা ও ৪০ শতাংশ নম্বরের ক্ষেত্রে ১৫০০০ টাকা। বাছাই প্রার্থীদের এসএমএস বা ওয়েবসাইট মারফত জানানো হবে।
রেজিস্ট্রেশন ফি: ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ২৫০ টাকা। এনইএফটি/ আরটিজিএস/ ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে। BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED-এর অনুকূলে, ব্যাঙ্কের নাম: কর্পোরেশন ব্যাঙ্ক, অ্যাকাউন্ট নম্বর: ৫১০৩৪১০০০৭০২৭৪৬, আইএফএসসি কোড: CORP0000371, ব্র্যাঞ্চের ঠিকানা: CORPORATION BANK, CGO COMPLEX, LODHI ROAD, NEW DELHI 110003.
আবেদনের পদ্ধতি: www.beciljobs.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।
https://www.beciljobs.com/admin/job_post_document/5R_Training_Brochure_05.10.2020.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

Advertisement

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2024 - 01:30:44
Privacy-Data & cookie usage: