ভারত ইলেক্ট্রনিক্সে ১১২ ট্রেড অ্যাপ্রেন্টিস

1138
0
BEL Recruitment 2024

ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডে ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক ও সিওপিএ ট্রেডে ১১২ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (BEL apprentice)৷

শূন্যপদ: ফিটার: ৫, ইলেক্ট্রিশিয়ান: ১০, ইলেক্ট্রনিক মেকানিক: ১০, সিওপিএ: ৮৭৷

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা এক বছর৷ সিওপিএ ট্রেডে প্রতি মাসে ৭৯৮৭ টাকা ও

বাকি ট্রেডগুলিতে প্রতি মাসে ৮৯৮৫ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে৷

বয়সসীমা: ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২১ বছর৷

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই৷

আবেদনের পদ্ধতি: www.apprenticeshipindia.org পোর্টালে প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে, তারপর ভারত ইলেক্ট্রনিক্সে অ্যাপ্রেন্টিসের জন্য আবেদন করতে হবে৷ আবেদন করা যাবে ১০ আগস্ট ২০২১ পর্যন্ত৷

নোটিসটি দেখতে ক্লিক করুন

নেতাজি সুভাষ প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ে ৯৯ নন-টিচিং স্টাফ নিয়োগের খবর দেখতে ক্লিক করুন