ভারত ইলেক্ট্রনিক্সে ইঞ্জিনিয়ার নিয়োগ

174
0
BEL Engineer Recruitment 2024

ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডে ২২৯টি শূন্যপদে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বরঃ 383/HR/FTE/24-25.

যে সমস্ত ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে সেগুলি হল- ইলেক্ট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রিক্যাল।

শূন্যপদের বিন্যাসঃ অসংরক্ষিত ৯৯, ইডব্লুএস ২০, ওবিসি ৬১, তপশিলি জাতি ৩২, তপশিলি উপজাতি ১৭।

যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইলেক্ট্রনিক্স/ মেকানিক্যাল/ কম্পিউটার সায়েন্স/ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/বিটেক/বিএসসি ইঞ্জিনিয়ারিং (চার বছরের কোর্স)।

বয়সঃ ১ নভেম্বর ২০২৪ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ট্রেনি নার্স নিয়োগ

প্রার্থী বাছাই পদ্ধতিঃ মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের কম্পিউটার টেস্ট, ইন্টারিভউ ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

ব্যাঙ্ক স্নাতক যোগ্যতায় কর্মী নিয়োগ

আবেদনের ফিঃ আবেদনের ফি ৪০০ টাকা সঙ্গে ১৮ শতাংশ জিএসটি মোট ৪৭২ টাকা।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না। https://www.onlinesbi.sbi/sbicollect/icollecthome.htm?corpID=14842 লিঙ্কে গিয়ে আবেদনের ফি দিতে হবে।

আবেদনের পদ্ধতিঃ https://jobapply.in/BEL2024BNGEngineerFTE/Default.aspx লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১০ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন