ভারত ইলেক্ট্রনিক্সে অ্যাপ্রেন্টিস

369
0
BEL Recruitment 2024

ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী।

যোগ্যতা: ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স/ কমার্শিয়াল প্র্যাক্টিস, লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা।

বয়স: বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা এক বছর। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ১২৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

ওয়াক-ইন-সিলেকশনের তারিখ: ১৮ জানুয়ারি ২০২৪ তারিখ সকাল ১০টায়।

ওয়াক-ইন-সিলেকশনের দিন যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স ও অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে।

ঠিকানা: Hongirana Centre for Learning & Development (CLD) Bharat Electronics Limited, Jalahalli Post, Bengaluru- 560013.

নোটিসটি দেখতে ক্লিক করুন