কারেন্ট অ্যাফেয়ার্স ৬ নভেম্বর ২০২১

578
0
bengali current affairs
Courtesy: Times of India

আন্তর্জাতিক

  • আফগানিস্তানের নারী অধিকার আন্দোলনের কর্মী তথা অর্থনীতির অধ্যাপিকা ফ্রোজান সাফি (২৯)-কে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাঁর সঙ্গে হত্যা করা হয়েছে আরও ৩ জন মহিলাকে। মাজার ই শরিফ থেকে তাঁদের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
  • সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে একটি ট্যাঙ্কারের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত ৯৯ জনের প্রাণহানি হল।

 

জাতীয়
  • মহারাষ্ট্রের আহমেদনগরে একটি সরকারি হাসপাতালের আইসিইউ ইউনিটে অগ্নিকাণ্ডের ফলে মৃত্যু হল ১১ জন করোনা রোগীর।
  • শাহরুখ খানের পুত্রের বিরুদ্ধে মাদক মামলার তদন্তভার দেওয়া হল বিশেষ তদন্তকারী দলকে। তার নেতৃত্বে রয়েছেন আইপিএস অফিসার সঞ্চয় সিং। এই মামলার তদন্তভার থেকে সমীর ওয়াংখেড়েকে আগেই সরিয়ে দেওয়া হয়েছিল।

 

খেলা
  • টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ৮ উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজকে। এদিনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্রাভো।
  • দ্রোনাচার্য পুরস্কারজয়ী ক্রিকেট কোচ তারক সিনহা (৭১) প্রয়াত হলেন। দিল্লিতে সনেট ক্লাব গড়ে তুলেছিলেন তিনি। সেখানেই ক্রিকেটের প্রশিক্ষণ দিতেন। তাঁর ছাত্রদের মধ্যে রয়েছেন মনোজ প্রভাকর, রমন লম্বো, আশিস নেহরা, ঋষভ পন্থ, শিখর ধাওয়ান প্রমুখ। তিনি পরিচিত ছিলেন উস্তাদজি নামে।

 

বিবিধ
  • মার্কিন যুক্তরাষ্ট্রের হিডস্টন শহরে হিপহপ গায়ক ট্রাভিস স্কটের `অ্যাস্ট্রোওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল’ এর উদ্বোধনী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ১১ জন ।

 

  ৫ নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন