কারেন্ট অ্যাফেয়ার্স ৮ নভেম্বর ২০২১

517
0
daily current affairs
Courtesy: Times of India

আন্তর্জাতিক
  • চিনা কমিউনিস্ট পার্টির ষষ্ঠ প্লেনাম শুরু হল। চার দিনের এই রুদ্ধদ্বার সম্মেলনে যোগ দিয়ছেন প্রায় ৪০০ জন। অতি গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের প্রেক্ষাপটেই প্লেনাম ডাকা হয়।
  • বাংলাদেশে কক্সবাজারে রোহিঙ্গাদের শরণার্থী শিবিরের মধ্যেই অস্ত্র কারখানার খোঁজ পেল পুলিশ।
জাতীয়
  • ২০২০ সালে পদ্মসম্মান পাওয়া ব্যক্তিদের সম্মানিত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কোভিড পরিস্থিতির কারণে এই পুরস্কার দেওয়া স্থগিত ছিল। এদিকে এদিন দিল্লিতে স্কুল খুলে গেল। ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস চলবে। তবে উপস্থিতি বাধ্যতামূলক নয়।
  • লখিমপুর খেরিতে কৃষকদের গাডির চাকায় পিষে হত্যার ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশের তদন্তে ফের তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।
খেলা
  • টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত ৯ উইকেটে পরাস্ত করল নামিবিয়াকে। অধিনায়ক হিসাবে বিরাট কোহলির এটা ছিল শেষ টি টোয়েন্টি ম্যাচ।
  • ফর্মুলা ওয়ান মেক্সিকো গ্রাঁ প্রিতে চ্যাম্পিয়ন হলেন মার্ক ভারস্টাপেন।
বিবিধ
  • ২০২১ সালে সবথেকে জনপ্রিয় শব্দ ভ্যাক্স। এই তথ্য জানাল অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। শব্দটির অর্থ প্রতিষেধক নেওয়া।