কারেন্ট অ্যাফেয়ার্স ১১ নভেম্বর ২০২১

schedule
2021-11-15 | 08:07h
update
2021-11-15 | 08:07h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • মার্কিন গোপন নীতি ফাঁস করে দেওয়া উইকিলিস প্রতিষ্ঠাতা বন্দি জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাজ্যের বেলমার্শ কারাগার কর্তৃপক্ষ তাঁর বাগদত্তা স্টেলা মরিসক কারাগারেই বিয়ের অনুমতি দিল।
  • দিল্লির আফগান বৈঠককে স্বাগত জানাল তালিবান। উল্লেখ্য, দি্লিতে বসেছিল আট দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের কর্তাদের বৈঠক। অন্যদিক কাবুল পরিস্থিতি নিয়ে ইসলামাবাদে এ দিনই চিন, রাশিয়া ও আমেরিকার প্রতিনিধিদের সঙ্গে `ট্রইকা প্লা’ বৈঠকে বসেছে পাকিস্তান। প্রসঙ্গত, তিন দিনের সেই বৈঠকে তালিবান সরকারের বিদেশমন্ত্রী হাজির রয়েছেন আমির খান মুস্তাফিও।
  •  চিনে শি-র হাতেই রইল ক্ষমতা। গত সোমবার থেকে বেজিংয়ের রুদ্ধদ্বার প্লেনাম চলল। সেখানেই ২০ তম পার্টি কংগ্রেসে শি-র হাতে তৃতীয় বারের জন্য পার্টির কর্তৃত্ব থাকল। মাও জে দং ও দেং জিয়াও পিংয়ের পর শি-ই সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র নায়ক হয়ে উঠতে চলেছেন।
Advertisement

জাতীয়
  • করোনার মধ্যেই স্কুল খুলছে ১৬ নভম্বর থেকে তার আগে ন্যাশনাল অ্যাচিভমেন্ট টেস্ট বা ন্যাস পরীক্ষার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। চলতি বছরে স্কুল শিক্ষার মান কী অবস্থায় রয়েছে তার সমীক্ষ করতেই গোটা দেশে মাল্টিপল চয়েস পদ্ধতিতে পরীক্ষা নিল। করোনা পরিস্থিতির সময়ে এই পরীক্ষা নেওয়াকে ঘিরে রাজ্য শিক্ষামন্ত্রী উষ্ম প্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের বিরুদ্ধে।

 

খেলা
  • টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ৫ উকেটে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। তারা ফাইনাল খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে। ম্যাচের সেরা হয়েছেন ম্যাথু ওয়েড।
  • টোকিয়ো অলিম্পিক্সে অংশ নেওয়া ভারতর নেত্রা কুমারন স্পেনে ক্যানেরিয়া সেলিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন। ২৪ বছর বয়সি নেত্রা ছটি রেসের মধ্যে তিনটিতে প্রথমে শেষ করেন। তিনি ১৯ পয়েন্ট পান। নেত্রা একাধারে বাস্কেটবল, সাইক্লিং এমনকী নৃত্যেরও তালিম নিচ্ছিলেন। কিন্তু সেলিংয়ের জন্য সব দূরে সরিয়ে রেখেছেন।
  • জাতীয় কুস্তিতে ৬৫ কেজি বিভাগে নিশা দাহিয়া চ্যাম্পিয়ন হলেন। উল্লেখ্য, এই সাফল্যের ২৪ ঘণ্টা আগে খবর রটেছিল তাঁকে কেউ বা কারা নাকি গুলি করে হত্যা করেছে। এই ভুয়ো খবরের মধ্যেই এসেছে তাঁর চ্যাম্পিয়ন হবার সংবাদ।
বিবিধ
  • আমেরিকায় যে কোভিড টিকাগুলি দেওয়া হচ্ছে তার অধিকাংশই অন্যতম মডার্নার ভ্যাকসিন। আর এই টিকা তৈরির পেছনেই নাকি রয়েছেন এক ভারতীয় তরুণ। নাম মিহির মেটকর। তাঁর নামের পাশে অন্যতম আবিষ্কর্তা বলে মেনে নেওয়া হচ্ছে। পুনের ইন্ডিয়ান ইনস্টিউট অব বায়ো ইনফর্মেটিক্স অ্যান্ড বায়োটেকনোলজি থেকে পাশ করে এই তরুণ রচেস্টার ইউনিভার্সিটি  থেকে পাশ করে ২০১৮ সালে ওষুধপ্রস্তুতকারী সংস্থার সঙ্গে যুক্ত হন।
  • বাড়ল সোনার দাম। মাত্র একদিনে বজার পাকা সোনার দাম বাড়ল ৮৯০ টাকা। যা বেডে দাঁড়াল ৫১ হাজারে।
  • এবার থেকে ব্রোকার ছাড়াই সাধারণ নাগরিকেরাও কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন ঋণপত্র ক্রয় বিক্রয় করতে পারবেন। যার পোশকি নাম `রিটেল ডিরেক্ট’।
  • গত বছর বন্ধ থাকার পর বুকসেলার্স গিল্ডের কলিকাতা বইমেলা এ বছর ৩১ জানুয়ারি শুরু হবে বল জানানো হয়েছে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2024 - 12:46:38
Privacy-Data & cookie usage: