সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর

1235
0

১. ২০২২ সালে সুইস ওপেনে মহিলাদের সিঙ্গলসে নিম্নলিখিত কে জয়ী হন?

(ক) পি ভি সিন্ধু

(খ) সানিয়া মির্জা

(গ) সাইনা নেহওয়াল

(ঘ) কোনোটি সঠিক নয়

২. ২০২২ সালে কোন অভিনেতা সেরা অভিনেতা হিসাবে অস্কার পান?

(ক) লিওনার্ডো ডিক্যাপ্রিও

(খ) অ্যান্ড্রিউ গারফিল্ড

(গ) ক্রিস রক

(ঘ) উইলিয়াম স্মিথ

৩. জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার নতুন ডিরেক্টর-জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন?

(ক) ডঃ এস রাজু

(খ) গার্গী ভট্টাচার্য

(গ) এইচ রাজারাম

(ঘ) প্রলয় মুখার্জি

৪. বিশ্ব অটিজম সচেতনতা দিবস কবে পালন করা হয়?

(ক) ৩ এপ্রিল

(খ) ৪ এপ্রিল

(গ) ২ এপ্রিল

(ঘ) ১ এপ্রিল

৫. আগামী জুন মাসে চতুর্থতম খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস নিম্নলিখিত কোন রাজ্যে অনুষ্ঠিত হবে?

(ক) ওড়িশা

(খ) কেরল

(গ) হরিয়ানা

(ঘ) বিহার

৬. ভারতীয় বায়ুসেনার ডিরেক্টর জেনারেল পদে কে দায়িত্ব নিলেন?

(ক) বীরেন্দ্র সিং পাঠানিয়া

(খ) সঞ্জীব কাপুর

(গ) রাকেশকুমার সিং

(ঘ) বিবেক রাম চৌধুরি

৭. নিম্নলিখিত কোন রাজ্যে সরকারি স্কুলে `হবি হাব’ প্রকল্প চালু করা হয়েছে?

(ক) পশ্চিমবঙ্গ

(খ) বিহার

(গ) কেরল

(ঘ) দিল্লি

৮. নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন?

(ক) সুমন বেড়ি

(খ) নন্দ মুলচান্দনি

(গ) অমর্ত্য সেন

(ঘ) জয়ন্তী ঘোষ

৯. `প্রেস ফ্রিডম ডে’ কবে পালন করা হয়?

(ক) ১ মে

(খ) ২ মে

(গ) ৩ মে

(ঘ) ৪ মে

১০. ভারতের প্রথম `অমৃত সরোবর’ কোন রাজ্যে উদ্বোধন করা হল?

(ক) উত্তরপ্রদেশ

(খ) রাজস্থান

(গ) গুজরাট

(ঘ) উত্তরপ্রদেশ

 

উত্তর

১. (ক), ২. (ঘ) ৩. (ক) ৪. (গ) ৫. (গ) ৬. (খ) ৭. (ঘ) ৮. (ক) ৯. (গ) ১০. (ঘ)