বেঙ্গল গ্যাস কোম্পানিতে নিয়োগ

1887
0
BGCL recruitment 2022
Courtesy: Studycafe

বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেডে চুক্তির ভিত্তিতে ৩৭ জন জুনয়ির এবং সিনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে।

শুরুতে তিন বছরের চুক্তির মেয়াদে নিয়োগ করা হবে তারমধ্যে ৬ মাস প্রবেশন পিরিয়ড থাকবে,

পরবর্তীকালে কোম্পানি দরকার মনে করলে চুক্তির মেয়াদ বাড়াতে পারে।

যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল: জুনিয়র অ্যাসোসিয়েট (মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল),

সিনিয়র অ্যাসোসিয়েট (মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল), চিফ অ্যাসোসিয়েট (মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল), সিনিয়র অ্যাসোসিয়েট (কর্পোরেট কমিউনিকেশন),

জুনিয়র অ্যাসোসিয়েট (মেকানিক্যাল), অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট (মেকানিক), অ্যাসোসিয়েট (মেকানিক্যাল),

সিনিয়র অ্যাসোসিয়েট (মেকানিক্যাল), অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট (ইনস্ট্রুমেন্টেশন),

জুনিয়র অ্যাসোসিয়েট (ইলেক্ট্রিক্যাল), অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট (ইলেক্ট্রিক্যাল), অ্যাসোসিয়েট (ইলেক্ট্রিক্যাল), অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট (ফায়ার অ্যান্ড সেফটি),

অ্যাসোসিয়েট (ফায়ার অ্যান্ড সেফটি), জুনিয়র অ্যাসোসিয়েট (ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস), জুনিয়র অ্যাসোসিয়েট (সিঅ্যান্ডপি), অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট (সিঅ্যান্ডপি),

জুনিয়র অ্যাসোসিয়েট (সিভিল), অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট (সিভিল), অ্যাসোসিয়েট (এইচআর),

সিনিয়র অ্যাসোসিয়েট (ল), অ্যাসোসিয়েট (কর্পোরেট অ্যাফেয়ার), কোম্পানি সেক্রেটারি।

স্টেট ব্যাঙ্কে গ্র্যাজুয়েটদের ৫০০৮ চাকরি

আবেদনের ফি: ২০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: https://bgcl.co.in পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

পোর্টালের হোম পেজ থেকে ‘CAREERS’ লিঙ্কে ক্লিক করতে হবে, সেখান থেকে ‘Register Here’-এ গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে বিস্তারিত উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন