ভাবা অ্যাটোমিকে বিএসসি, এমএসসিদের স্টাইপেন্ডিয়ারি ট্রেনি

1093
0
Bhabha atomic research centre

ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারে ২৫২ জন স্টাইপেন্ডিয়ারি ট্রেনি (ক্যাটেগরি ওয়ান ও টু) নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন (Bhabha Trainee 2022)।

শূন্যপদ: স্টাইপেন্ডিয়ারি ট্রেনি (ক্যাটেগরি ওয়ান): কেমিক্যাল ৮, কেমিস্ট্রি ২, সিভিল ৫, ইলেক্ট্রিক্যাল ১৩, ইলেক্ট্রনিক্স ৪, ইনস্ট্রুমেন্টেশন ৭, মেকানিক্যাল ৩২।

স্টাইপেন্ডিয়ারি ট্রেনি (ক্যাটেগরি টু): এসি মেকানিক: ১৫, ইলেক্ট্রিশিয়ান ২৫, ইলেক্ট্রনিক মেকানিক ১৮, ফিটার ৬৬,

ইনস্ট্রুমেন্ট মেকানিক ১৩, মেশিনিস্ট ১১, টার্নার ৪, ওয়েল্ডার ৩, ড্রাফটসম্যান (মেকানিক্যাল) ২, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ৪, প্ল্যান্ট অপারেটর ২৮।

যোগ্যতা: স্টাইপেন্ডিয়ারি ট্রেনি (ক্যাটেগরি ওয়ান): সংশ্লিষ্ট ট্রেডে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা।

কেমিস্ট্রির ক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে বিএসসি (কেমিস্ট্রি মূল বিষয় হিসেবে থাকতে হবে এবং ফিজিক্স ও ম্যাথমেটিক্স গৌণ বিষয় হিসেবে থাকতে হবে)।

স্টাইপেন্ডিয়ারি ট্রেনি (ক্যাটেগরি টু): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে এসএসসি পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে দু বছরের সময়সীমার আইটিআই পাশ।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ে এইচএসসি পাশ সঙ্গে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ট্রেডে আইটিআই।

প্ল্যান্ট অপারেটরের ক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে বিজ্ঞান বিষয়ে এইচএসসি পাশ (ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স সহ)।

সবক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩০ এপ্রিল ২০২২ তারিখের হিসেবে।

বয়সসীমা: স্ট্যাইপেন্ডিয়ারি ট্রেনি ক্যাটেগরি ওয়ানের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে

এবং স্টাইপেন্ডিয়ারি ট্রেনি ক্যাটেগরি টু-এর ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-২২ বছরের মধ্যে।

সবক্ষেত্রেই ৩০ এপ্রিল ২০২২ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ২ বছর। ক্যাটেগরি ওয়ানের ক্ষেত্রে প্রথম বছরে প্রতি মাসে ১৬০০০ টাকা এবং দ্বিতীয় বছরের প্রতি মাসে ১৮০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

ক্যাটেগরি টু-এর ক্ষেত্রে প্রথম বছরে প্রতি মাসে ১০৫০০ এবং দ্বিতীয় বছরে প্রতি মাসে ১২৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রিলিমিনারি টেস্ট, অ্যাডভান্স টেস্ট ও স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদনের ফি: স্টাইপেন্ডিয়ারি ট্রেনি ক্যাটেগরি ওয়ানে আবেদনের ফি ১৫০ টাকা এবং স্টাইপেন্ডিয়ারি ট্রেনি ক্যাটেগরি টু-তে আবেদনের ফি ১০০ টাকা।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না। অনলাইন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: http://www.barc.gov.in/careers/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৩০ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত (Bhabha Trainee 2022)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

অনলাইন আবেদন করতে ক্লিক করুন