ভারত ডায়নামিক্সে ১১৯ অ্যাপ্রেন্টিস

1278
0

ভারত ডায়নামিক্স লিমিটেডে ১১৯ জন গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী।

শূন্যপদ: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৪৯ (গ্র্যাজুয়েট ৩৫, টেকনিশিয়ান ১৪), ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইইই: ১২ (গ্র্যাজুয়েট ৮, টেকনিশিয়ান ৪), সিভিল ইঞ্জিনিয়ারিং: ২ (গ্র্যাজুয়েট), সিএসই/ আইটি: ১৬ (গ্র্যাজুয়েট ১০, টেকনিশিয়ান ৬), ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: ৩৩ (গ্র্যাজুয়েট ২৫, টেকনিশিয়ান ৮), কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৬ (গ্র্যাজুয়েট ২, টেকনিশিয়ান ৪), ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং: ১ (গ্র্যাজুয়েট)।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা এক বছর। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৮০০০ টাকা ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৯০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

যোগ্যতা ও বয়স:  ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজিতে ডিগ্রি বা ডিপ্লোমা (নভেম্বর ২০১৭/ ২০১৮/ ২০১৯ ও ২০২০ সালে পাশ করে থাকলে তবেই আবেদন করতে পারবেন)। অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী বয়স হতে হবে।

আবেদনের পদ্ধতি: www.mhrdnats.gov.in পোর্টালে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সেই রেজিস্ট্রেশন নম্বর নিয়্যে ভারত ডায়নামিক্স লিমিটেডে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য https://bdl-india.in ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল