ভারত ইলেক্ট্রনিক্সে ১৬০ ট্রেনি ইঞ্জিনিয়ার

1110
0
BEL Recruitment 2024

ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডের বেঙ্গালুরু ইউনিটে ১৬০ ট্রেনি ইঞ্জিনিয়ার টু নিয়োগ করা হবে তিন বছরের চুক্তিতে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।
শূন্যপদ: ১৬০ (অসংরক্ষিত ৬৬, ইডব্লুএস ১৫, ওবিসি ৪৪, তপশিলি জাতি ২৩, তপশিলি উপজাতি ১২)।
বয়সসীমা: ১ নভেম্বর ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্যতা: ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশনে বিই/ বিটেক অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি। অসংরক্ষিত, ইডব্লুএস ও ওবিসি প্রার্থীদের ফার্স্ট ক্লাস থাকতে হবে, তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা পাশ নম্বর থাকলেই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হওয়ার পর দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে ১ নভেম্বর ২০২০ তারিখের মধ্যে।
পারিশ্রমিক: প্রথম বছরে মাসে ২৮০০০ টাকা, দ্বিতীয় বছরে ৩১০০০ টাকা এবং তৃতীয় বছরে ৩৪০০০ টাকা।
আবেদনের ফি: ২০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি: www.bel-india.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।
লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল