ভাটপাড়া মিউনিসিপ্যালিটিতে কাজের সুযোগ

1306
0
Purba Bardhaman Recruitment 2024

উত্তর ২৪ পরগণা জেলার ভাটপাড়া মিউনিসিপ্যালিটিতে পার্ট টাইম মেডিক্যাল অফিসার, পার্ট টাইং ভিজিটিং স্পেশ্যালিস্ট, Bhatpara Municipality Recruitment 2023

নার্স এবং মেডিক্যাল অফিসার (মেটারনিটি) পদে নিয়োগ চলছে। প্রার্থী বাছাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে।

যোগ্যতা, শূন্যপদ ও বয়স: পার্ট টাইম মেডিক্যাল অফিসার:  এমবিবিএস ডিগ্রি। শূন্যপদ ৫। বয়সের ঊর্ধ্বসীমা ৬৩ বছর।

প্রতিদিন ৬ ঘণ্টা করে কাজ করতে হবে। ভাটপাড়া মিউনিসিপ্যালিটির অধীন আরবান প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে কাজ করতে হবে।

দিল্লি সাবর্ডিনেটে ১৮৪১ শিক্ষক, অ্যাসিঃ নিয়োগ

পার্ট টাইম ভিজিটিং স্পেশ্যালিস্ট (ডারমেটালজিস্ট, অর্থোপেডিক সার্জেন, গাইনোকোলজিস্ট): এমবিবিএস ডিগ্রি। প্রতিটি স্পেশ্যালিটিতে ১টি করে শূন্যপদ।

নার্স: কোনো স্বীকৃত নার্সিং ট্রেনিং কলেজ থেকে জেনারেল নার্সিং মিডওয়াইফারি পাশ। নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। শূন্যপদ ৩।

মেডিক্যাল অফিসার (মেটারনিটি): এমবিবিএস পাশ। শূন্যপদ ১।

ঝাড়গ্রামে স্বাস্থ্যকর্মী নিয়োগ

ইন্টারভিউয়ের তারিখ: ইন্টারভিউ হবে ২১ আগস্ট ২০২৩ তারিখ দুপুর ২টো থেকে। ঠিকানা: BOC Room, Bhatpara Municipality Main Office.

ইন্টারভিউয়ের দিন যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স ও অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে। Bhatpara Municipality Recruitment 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন