নির্বাচন ২০২১ : জেনে নিন আপনার জেলা (বীরভূম) সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য

1499
0
Birbhum, Birbhum District, West Bengal Assembly Election

কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের ১৭তম বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। একজন নাগরিক হিসাবে ভোটাধিকার প্রদান করার গুরুত্ব​ই আলাদা, গণতান্ত্রিক উৎসবে অংশগ্রহণ করার জন্যে মুখিয়ে থাকেন সাধারণ মানুষ। ভোটাধিকার প্রয়োগের পূর্বে অবশ্যই জেনে রাখা উচিত নিজের কেন্দ্র, নিজের জেলা সম্পর্কে সাধারণ কিছু তথ্য।

আজকের জেলা: বীরভূম

১)  একটি সূত্র অনুসারে জানা যায়, বীর রাজার নাম অনুযায়ী জায়গাটির নাম হয় বীরভূম, আরেকটি সূত্র বলে, বাগদি রাজা ‘বীর মল্লা’র নাম অনুসারে এই জায়গার নামকরণ হয়।

২) ১৭৮৭ সালে বীরভূম বলে আলাদা জেলা গঠিত হয়, ১৭৯৩ সাল পর্যন্ত বিষ্ণুপুর জেলাটিও এই জেলার অন্তর্ভুক্ত ছিল, যেটা এখন বাঁকুড়া জেলার অন্তর্গত। ১৮৫৫-৫৬ সালের সাঁওতাল বিদ্রোহ এই জেলায় ইতিহাস তৈরি করে রেখেছে। আন্দোলনের নেতা সিধু-কানু বীরভূমের অন্যতম পূজনীয়। ছোটনাগপুর মালভূমির একটি অংশ হল বীরভূম জেলা।

৩) এই জেলায় ২টি লোকসভা কেন্দ্র (বীরভূম, বোলপুর) এবং ১১টি বিধানসভা কেন্দ্র রয়েছে।

৪) জেলা জনসংখ্যা ৩৫ লক্ষ (২০১১ সালের গণনা অনুসারে), জনঘনত্ব ৭৭১ প্রতি বর্গ কিমি। এই জেলায় ৬২.৩% হিন্দু ধর্মাবলম্বী, ৩৭.১% ইসলাম ধর্মাবলম্বী ও ০.০৬% অন্যান্য ধর্মাবলম্বী মানুষ রয়েছেন।

৫) এই জেলায় ৩টি মহকুমা আর্থাৎ সাবডিভিশন, ৬টি মিউনিসিপ্যালিটি, ১৮টি থানা, ১৬৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।

৬) বীরভূম জেলার জেলাশাসক দেবী প্রসাদ কারানাম, জেলা পুলিশ সুপার প্রণব কুমার।

৭) জেলার স্বাক্ষরতা হার ৭০.৬৮%। এই জেলাতিঙ্গ অবস্থিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

৮) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ব-ভারতী, শান্তিনিকেতন, বসন্ত উৎসব, পৌষ মেলা সহ বোলপুর, তারাপীঠ, লাভপুর ইত্যাদি ভ্রমণকেন্দ্র ও দ্রষ্টব্য স্থান রয়েছে জেলা জুড়ে।

পশ্চিম মেদিনীপুর জেলা পরিচিতি

হুগলী জেলা পরিচিতি

পূর্ব মেদিনীপুর জেলা পরিচিতি

হাওড়া জেলা পরিচিতি

উত্তর ২৪ পরগনা জেলা পরিচিতি

দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিচিতি

Birbhum, Birbhum District, West Bengal Assembly Election