কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, Birla Industrial and Technological Museum
এডুকেশন অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান এ এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ৩/২০২৩।
যোগ্যতা, বেতন, শূন্যপদ: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট `এ’ (ইলেক্ট্রনিক্স): ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স। বেসিক পে ২৯২০০ টাকা। শূন্যপদ ১, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম কলকাতা।
এডুকেশন অ্যাসিস্ট্যান্ট `এ’: বিজ্ঞান শাখায় ব্যাচেলর ডিগ্রি এবং কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইলেক্ট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, অ্যাস্টোনমি, জিওলজি, স্ট্যাটিস্টিক্সের মধ্যে যে দুটি বিষয়ের কম্বিনেশন থাকতে হবে। বেসিক পে ২৯২০০ টাকা। শূন্যপদ ১, দিঘা সায়েন্স সেন্টার অ্যান্ড ন্যাশনাল সায়েন্স ক্যাম্প।
টেকনিশিয়ান `এ’: ম্যাট্রিকুলেশন বা সমতুল পাশ সঙ্গে ইলেক্ট্রিক্যাল বা কার্পেন্ট্রিতে আইটিআই বা সমতুল। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেসিক পে ১৯৯০০ টাকা। শূন্যপদ: ইলেক্ট্রিক্যাল ১, নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার শিলিগুড়ি, কার্পেন্ট্রি ১, ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টার পুরুলিয়া।
অফিস অ্যাসিস্ট্যান্ট (গ্রেড থ্রি): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ। ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ শব্দের গতিতে অথবা হিন্দিতে প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে দশ মিনিটে টাইপিং টেস্ট। বেসিক পে ১৯৯০০ টাকা। শূন্যপদ ১, দিঘা সায়েন্স সেন্টার অ্যান্ড ন্যাশনাল সায়েন্স ক্যাম্প, দিঘা।
বয়স: অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি পদে বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর এবং বাকি পদগুলির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর।
সবক্ষেত্রেই ২৮ জুন ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
মাধ্যমিক যোগ্যতায় ড্রাইভার, কুক নিয়োগ
আবেদনের ফি: ৮৮৫ টাকা। ভিম ইউপিআই/ নেট ব্যাঙ্কিং/ ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ডের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।
তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।
অনলাইন আবেদনের ফি দেওয়া যাবে ৩০ জুন পর্যন্ত।
আবেদনের পদ্ধতি: https://bitm.gov.in/recruitment/ লিঙ্কে গিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে।
যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত স্ক্যান কপি জেপিজি/ জেপেগ ফরম্যাটে (২০০ কেবির মধ্যে) স্ক্যান করে আপলোড করতে হবে।
প্রার্থীর ছবি এবং স্বাক্ষর জেপিজি/ জেপেগ ফরম্যাটে (১০০ কেবির মধ্যে) স্ক্যান করে আপলোড করতে হবে।
অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা যাবে ২৮ জুন ২০২৩ তারিখ পর্যন্ত।
Birla Industrial and Technological Museum