Site icon জীবিকা দিশারী

বীরভূমে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর নিয়োগ

Block Programme Coordinator Recruitment 2024

বীরভূম জেলার রামপুরহাট সাবডিভিশনের অধীন ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর (আশা) নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। Block Programme Coordinator Recruitment 2024

পারিশ্রমিকঃ প্রতি মাসে ১৫০০০ টাকা, বাড়তি ১৮০০ টাকা দেওয়া হবে।

বয়সঃ ১ জুলাই ২০২৪ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতাঃ সোশ্যাল সায়েন্স/ সোশিওলজি/ সোশ্যাল অ্যানথ্রোপোলজি/ সোশ্যাল ওয়ার্ক/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ইকোনমিক্স/রুরাল ডেভলপমেন্ট/

মাস কমিউনিকেশনে মাস্টার ডিগ্রি অথবা যে কোনো শাখায় স্নাতক সঙ্গে হেলথ প্রোজেক্টে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা।

আশা প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে রামকপুরহাট সাব-ডিভিশনের স্থায়ী বাসিন্দা হতে হবে।

আইটিবিপিতে কনস্টেবল নিয়োগ

প্রার্থী বাছাই পদ্ধতিঃ মেধা তালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের লেখা পরীক্ষা ও কম্পিউটার টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফিঃ ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা।

রাজ্য়ের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ

ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে। ডিমান্ড ড্রাফট কাটতে হবে The SDO, Rampurhat –এর অনুকূলে, প্রদেয় হবে SBI Rampurhat, Birbhum.

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে Office of the Sub-Divisional Officer, Rampurhat, Birbhum, Pin 731224 ঠিকানায়।

উচ্চমাধ্যমিক যোগ্যতায় কাজের সুযোগ

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ২৯ অগস্ট ২০২৪ তারিখ বিকাল ৪টের মধ্যে। Block Programme Coordinator Recruitment 2024

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

নোটিসটি দেখতে ক্লিক করুন

Exit mobile version