বিধাননগর পুরসভায় কর্মী নিয়োগ

377
0
BMC Recruitment 2024

বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে চুক্তির ভিত্তিতে স্যানিটারি ইনস্পেক্টর নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারিভউয়ের মাধ্যমে। BMC Recruitment 2024

মেমো নম্বরঃ 3607/BMC/GS/2024

পারিশ্রমিকঃ প্রতি মাসে ২০০০০ টাকা।

এই মুহূর্তে ৬ মাসের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে পরবর্তীকালে দরকার মনে হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

অবসরপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বীরভূমে ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর নিয়োগ

বয়সঃ ৩১ অগস্ট ২০২৪ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৬৪ বছর।

ইন্টারিভউ হবে ২১ অগস্ট ২০২৪ তারিখে। ঠিকানাঃ 5th Floor, Conference Hall of Poura Bhawan, FD-415A, Sec-III, Salt Lake, Kolkata- 106

ইন্টারিভউয়ের দিন বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ও অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে। BMC Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন