স্নাতক যোগ্যতায় বরোদা ব্যাঙ্কে ১৫৯ ম্যানেজার নিয়োগ

1741
0
bob recruitment 2023

ব্যাঙ্ক অব বরোদাতে ব্যাঞ্চ রিসিভেবল ম্যানেজার পদে ১৫৯ জন নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। অনলাইন আবেদন করা যাবে ১৪ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত (BOB Manager job 2022)।

শূন্যপদের বিন্যাস: মোট শূন্যপদ ১৫৯ (অসংরক্ষিত ৬৮, তপশিলি জাতি ২৩, তপশিলি উপজাতি ১১, ওবিসি ৪২, ইডব্লুএস ১৫)।

বয়সসীমা: ১ মার্চ ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৩-৩৫ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যে কোনো শাখায় স্নাতক। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরো খবর : রিজার্ভ ব্যাঙ্কে স্নাতক, স্নাতকোত্তর যোগ্যতায় ২৯৪ অফিসার

যে কোনো শাখায় স্নাতক ডিগ্রি/ ডিপ্লোমা বাঞ্ছনীয়। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে ১ মার্চ ২০২২ তারিখের হিসেবে।

আবেদনের ফি: ৬০০ টাকা সঙ্গে ব্যাঙ্ক চার্জ ও ট্যাক্স। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ১০০ টাকা সঙ্গে ব্যাঙ্ক চার্জ ও ট্যাক্স।

ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: www.bankofindia.in/career.htm ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৪ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (BOB Manager job 2022)।

নোটিসটি দেখতে ক্লিক করুন