ব্যাঙ্ক অব বরোদায় অফিসার

620
0
bob recruitment 2023

ব্যাঙ্ক অব বরোদায় স্পেশ্যালিস্ট অফিসার (রিলেশনশিপ ম্যানেজার, ক্রেডিট অ্যানালিস্ট, (bob recruitment 2023)

ফরেক্স অ্যাকুইজিশন অ্যান্ড রিলেশনশিপ ম্যানেজার) পদে ১৫৭ জন নিয়োগ করা হবে।

যোগ্যতা: রিলেশনশিপ ম্যানেজার: যে কোনো শাখায় স্নাতক এবং ফিনান্সে স্পেশ্যালাইজেশন সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমা। স্কেল থ্রি-এর ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর এবং স্কেল ফোরের ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ক্রেডিট অ্যানালিস্ট: যে কোনো শাখায় স্নাতক এবং ফিনান্সে স্পেশ্যালাইজেশন সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা সিএ/ সিএমএ/ সিএস/ সিএফএ। গ্রেড থ্রি-এর ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্কেল টু-এর ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

ফোরেক্স অ্যাকুইজিশন অ্যান্ড রিলেশনশিপ ম্যানেজার: যে কোনো শাখায় স্নাতক এবং মার্কেটিং/ সেলসে স্পেশ্যালাইজেশন সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা। গ্রেড থ্রি-এর ক্ষেত্রে ৫ বছর এবং গ্রেড টু-এর ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের পদ্ধতি: www.bankofbaroda.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৭ মে ২০২৩ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন