ব্যাঙ্কে স্নাতক যোগ্যতায় কর্মী নিয়োগ

287
0
BOB Recruitment 2024

ব্যাঙ্ক অব বরোদায় চুক্তির ভিত্তিতে ৫৯২ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। অনলাইন আবেদন করা যাবে ২৯ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। BOB Recruitment 2024

সম্প্রতি একটি নোটিস জারি করে আবেদনের সময়সীমা ১৯ নভেম্বর থেকে বাড়িয়ে ২৯ নভেম্বর করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে সেগুলি হল- ম্যানেজার-বিজনেস ফিনান্স, এমএসএমই রিলেশনশিপ ম্যানেজার, হেড-এআই,

হেড-মার্কেটিং অটোমেশন, হেড- মার্চেন্ট বিজনেস অ্যাকুইরিং, প্রোজেক্ট ম্যানেজার-হেড, ডিজিটাল পার্টনারশিপ লিড,

জোনাল লিড ম্যানেজার- মার্চেন্ট অ্যাকুইরিং বিজনেস, এটিএম/ কিয়স্ক বিজনেস ইউনিট ম্যানেজার, ম্যানেজার- এআই ইঞ্জিনিয়ার,

নিউ এজ মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ প্রোডাক্ট ম্যানেজার, ডিজিটাল লেন্ডিং জার্নি, প্রসেস ম্যানেজার, ভেন্ডার ম্যানেজার, এমআইএস ম্যানেজার,

ফ্লোর ম্যানেজার, সিনিয়র ক্লাউড ইঞ্জিনিয়ার, অ্যাপ্লিকেশন আর্কিটেক্ট, টেকনোলজি আর্কটেক্ট ও অন্যান্য।

আবেদনের ফিঃ ৬০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ১০০ টাকা।

ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার তারিখ ঘোষণা

আবেদনের পদ্ধতিঃ www.bankofbaroda.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৯ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। BOB Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

আবেদনের সময়সীমা বাড়ানোর নোটিসটি দেখতে ক্লিক করুন