ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ৬৯৬ অফিসার

1796
0
BOI Recruitment 2024

ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় নিয়মিত এবং চুক্তির ভিত্তিতে ৬৯৬ জন অফিসার নিয়োগ করা হবে। অনলাইন আবেদন করা যাবে ১০ মে ২০২২ তারিখ পর্যন্ত (BOI officer recruitment 2022)।

প্রার্থী যে কোনো একটি পদের জন্য আবেদন করতে পারবেন।

শূন্যপদ: ৫৯৪ (নিয়মিত): ইকোনমিস্ট: ২, স্ট্যাটিস্টিশিয়ান: ২, রিস্ক ম্যানেজার: ২, ক্রেডিট অ্যানালিস্ট: ৫৩,

ক্রেডিট অফিসার: ৪৮৪, টেক অ্যাপ্রায়েসল: ৯, আইটি অফিসার ডেটা সেন্টার: ৪২।

চুক্তির ভিত্তিতে শূন্যপদ ১০২: ম্যানেজার আইটি: ২১, সিনিয়র ম্যানেজার আইটি: ২৩, ম্যানেজার আইনি ডেটা সেন্টার: ৬, সিনিয়র ম্যানেজার আইটি ডেটা সেন্টার: ৬,

সিনিয়র ম্যানেজার (নেটওয়ার্ক সিকিউরিটি): ৫, সিনিয়র ম্যানেজার (নেটওয়ার্ক রুটিং অ্যান্ড স্যুইচিং স্পেশ্যালিস্ট): ১০, ম্যানেজার (এন্ড পয়েন্ট সিকিউরিটি): ৩,

ম্যানেজার (ডেটা সেন্টার): ৬, ম্যানেজার (ডেটা সেন্টার, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর উইন্ডোস): ৩, ম্যানেজার (ক্লাউড ভারচ্যুয়ালাইজেশন): ৩,

ম্যানেজার (স্টোরেজ অ্যান্ড ব্যাকআপ টেকনোলজিস): ৩, ম্যানেজার (নেটওয়ার্ক ভারচ্যুয়ালাইজেশন): ৪, ম্যানেজার (টেকনোলজি আর্কিটেক্ট): ২,

ম্যানজোর (ডেটাবেস এক্সপার্ট): ৫, ম্যানেজার (অ্যাপ্লিকেশন আর্কিটেক্ট): ২।

বেতনক্রম: জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ওয়ান পদে বেতন ৩৬০০০-৬৩৮৪০ টাকা, মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল টু-তে ৪৮১৭০-৬৯৮১০ টাকা,

মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল থ্রি-তে ৬৩৮৪০-৭৮২৩০ টাকা, সিনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ফোর ৭৬০১০-৮৯৮৯০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা অথবা গ্রুপ ডিসকাশন অথবা পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

অনলাইন পরীক্ষায় থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, প্রফেশনাল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস (ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি স্পেশ্যাল রেফারেন্স)। পরীক্ষার সময় ১৫০ মিনিট।

বয়সসীমা: ক্রেডিট অ্যানালিস্ট পদে বয়স হতে হবে ৩০-৩৮ বছরের মধ্যে। ইকোনমিস্ট, স্ট্যাটিস্টিশিয়ান, রিস্ক ম্যানেজার পদের ক্ষেত্রে বয়স হতে হবে ২৮-৩৫ বছরের মধ্যে।

টেকনিক্যাল (অ্যাপ্রায়সল) পদের ক্ষেত্রে বয়স হতে হবে ২৫-৩৫ বছরের মধ্যে। ক্রেডিট অফিসার এবং আইটি অফিসার পদে বয়স হতে হবে ২০-৩০ বছরের মধ্যে।

সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। বয়স এবং শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ ডিসেম্বর ২০২১ তারিখের হিসেবে।

শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদনের ফি: ৮৫০ টাকা (আবেদনের ফি+ইন্টিমেশন চার্জ)। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১৭৫ টাকা।

ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

আবেদনের পদ্ধতি: www.bankofindia.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১০ মে ২০২২ তারিখ পর্যন্ত (BOI officer recruitment 2022)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন