ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ১৪৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। BOI Recruitment 2024
যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে সেগুলি হল- ক্রেডিট অফিসার, চিফ ম্যানেজার (ইকোনমিস্ট, আইটি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর,
আইটি ক্লাউড অপারেশন, আইটি নেটওয়ার্ক, আইটি সিস্টেম, আইটি ইনফ্রা, আইটি ইনফো সিকিউরিটি, মার্কেটিং- চিফ ওয়েলথ ম্যানেজার),
ল অফিসার, ডেটা সায়েন্টিস্ট, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডেটা কোয়ালিটি ডেভলপার, ডেটা গভর্ননেন্স এক্সপার্ট, প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট,
লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটর, সিনিয়ম ম্যানেজার (আইটি, আইটি ডেটা অ্যানালিস্ট, আইটি ডেটাবেস,
আইটি ক্লাউড অপারেশন, আইটি নেটওয়ার্ক সিকিউরিটি, আইটি ইনফ্রা,
আইটি সিকিউরিটি অ্যানালিস্ট, আইটি ফিনটেক, আইটি স্ট্যাটিস্টিশিয়ান)।
প্রার্থী বাছাই পদ্ধতিঃ অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
অনলাইন পরীক্ষায় থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, প্রফেশনাল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস।
আবদেনর ফিঃ ৮৫০ টাকা (আবেদেনর ফি+ ইন্টিমেশন চার্জ)।
তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না, শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ ১৭৫ টাকা দিতে হবে।
আবেদনের পদ্ধতিঃ www.bankofindia.co.in ওয়েবসাাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
পলিটেকনিক কলেজে গ্রুপ ডি স্টাফ নিয়োগ
প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১০ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত। BOI Recruitment 2024
শিক্ষাগত যোগ্যতা ও বয়স সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন