বুক পাবলিশিং কোর্স

895
0

ভারতের ন্যাশনাল বুক ট্রাস্ট এবং সেন্ট্রাল ইউনির্ভাসিটি অব হরিয়ানার (মহেন্দরগর) যৌথ উদ্যোগে অনলাইন বুক পাবলিশিং কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে৷ অনলাইন কোর্সটি করানো হবে ৬ নভেম্বর ২০২১ তারিখ থেকে ৩০ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত৷ কোর্স ফি ৫০০০ টাকা সঙ্গে জিএসটি৷ প্রতি সপ্তাহে অনলাইন ক্লাসের ব্যবস্থা থাকবে৷ http://www.nbtindia.gov.in এবং http://www.cuh.ac.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে৷ এই কোর্সটিতে ভর্তির জন্য অনলাইন আবেদন করা যাবে ৩১ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত৷ কোর্সে ভর্তির জন্য যোগ্যতা ও অন্যান্য বিষয়ে উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে ৷ (Book publishing online course)