Site icon জীবিকা দিশারী

ভারত পেট্রোলিয়ামে অ্যাপ্রেন্টিস নিয়োগ

BPCL Apprentice 2023 

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড কোচি রিফাইনারিতে ১০২ জন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (Bharat petroleum job)।

শূন্যপদ: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৩১, সিভিল ইঞ্জিনিয়ারিং: ৮, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং: ৯,

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং: ৫, সেফটি ইঞ্জিনিয়ারিং/ সেফটি অ্যান্ড ফায়ার ইঞ্জিনিয়ারিং: ১০,

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ২৮, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স

অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং: ৯, মেটালার্জি ইঞ্জিনিয়ারিং: ২।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট শাখায় পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে (জন্মতারিখ ১ সেপ্টেম্বর ১৯৯৫ থেকে ১ সেপ্টেম্বর ২০০৪ সালের মধ্যে হতে হবে)।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

স্টাইপেন্ড ও ট্রেনিংয়ের সময়সীমা: প্রতি মাসে ২৫০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে এবং ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর।

ট্রেনিং দেওয়া হবে কোচি রিফাইনারিতে।

আবেদনের পদ্ধতি: www.mhrdnats.gov.in ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে।

তারপর ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড কোচি রিফাইনারিতে আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৩ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত (Bharat petroleum job)।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

Exit mobile version