Site icon জীবিকা দিশারী

ভারত পেট্রোলিয়ামে অ্যাপ্রেন্টিস

BPCL Apprentice 2023 

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে ১৩৮ জন গ্র্যাজুয়েট এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। BPCL Apprentice 2023

ডিসিপ্লিন অনুযায়ী শূন্যপদ: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: কেমিক্যাল: ১৭, সিভিল: ৬, ইলেক্ট্রিক্যাল: ১০, ইনফো/ টেকনোলজি কম্পিউটার সায়েন্স: ২,

ইনস্ট্রুমেন্টেশন: ৮, মেকানিক্যাল: ২৬, ফায়ার অ্যান্ড সেফটি: ৮।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: কেমিক্যাল: ১২, সিভিল: ৮, ইলেক্ট্রিক্যাল: ৯, ইনস্ট্রুমেন্টেশন: ১০, মেকানিক্যাল: ১২, বিকম (কম্পিউটারের জ্ঞান সহ): ৬, বিএসসি (কেমিস্ট্রি): ৪।

ইউপিএসসির মাধ্যমে ২৬১ শূন্যপদে নিয়োগ

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর, ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ২৫০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর এবং ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ১৮০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

যোগ্যতা: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে পূর্ণ সময়ের ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে পূর্ণ সময়ের ফার্স্ট ক্লাস ডিপ্লোমা।

হিন্দুস্তান কপারে অ্যাপ্রেন্টিস

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন।

বয়স: ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে (জন্মতারিখ হতে হবে ১ সেপ্টেম্বর ১৯৯৬ থেকে ১ সেপ্টেম্বর ২০০৫ সালের মধ্যে)। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

রাজ্যে পাওয়ার গ্রিডে অ্যাপ্রেন্টিস

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: প্রথমে www.mhrdnats.gov.in পোর্টালে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে।

এরপর ভারত পেট্রোলিয়ামে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

BPCL Apprentice 2023

Exit mobile version