বর্ডার রোডসে শূন্যপদ, আবেদনের তারিখ বাড়ল

1055
0
BRO
Courtesy: Catchuworld

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীন বর্ডার রোডস অর্গানাইজেশনে ড্রাফটসম্যান, সুপারভাইজার স্টোর, রেডিও মেকানিক (BRO application date extended),

ল্যাব অ্যাসিস্ট্যান্ট, মাল্টি স্কিল্ড ওয়ার্কার ও স্টোর কিপার পদে নিয়োগের (বিজ্ঞপ্তি নম্বর ১/২০২১) ক্ষেত্রে আবেদনের সময়সীমা বাড়ানো হল।

গত ২০ ফেব্রুয়ারির জীবিকা দিশারীতে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ খবরটি প্রকাশিত হয় https://jibikadishari.co.in/bro-recruitment/ লিঙ্কে।

সম্প্রতি বর্ডার রোডস অর্গানাইজেশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আবেদনের শেষ তারিখ আগামী ৫ মে।

এছাড়াও স্টোর কিপার টেকনিক্যাল-এর শূন্যপদ ১৫০ থেকে বাড়িয়ে ৩১৮ করা হয়েছে (অসংরক্ষিত ১৩৪, তপশিলি জাতি ৪৫, তপশিলি উপজাতি ২১, ওবিসি ৮৭, ইডব্লুএস ৩১)।

অন্যান্য সমস্ত বিষয় অপরিবর্তিত রয়েছে।

নোটিসটি দেখতে ক্লিক করুন